সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা: Bangaon-Baghdad Rail Project বনগাঁ-বাগদা রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এ বিষয়ে গণ স্বাক্ষর সংগ্রহ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ। শুক্রবার ঠাকুরনগরের নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শান্তনু ঠাকুর।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস করেছিলেন বনগাঁ-বাগদা রেল প্রকল্পের। সেই প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। আমার সংসদীয় এলাকার মানুষের দাবি মেনে গণস্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে৷
বনগাঁ-বাগদা রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন বন্দ্যোপাধ্যায় Bangaon-Baghdad Rail Project
আরও পড়ুন : Fire at Burdwan Medical College বর্ধমান মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে আগুন, মৃত এক
প্রসঙ্গত ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ-বাগদা রেল প্রকল্পের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরবর্তীতে জমিজটে আটকে যায় প্রকল্প। সীমান্তের শেষ জনপদ বাগদা। বনগাঁ থেকে বাগদা যাওয়ার যোগাযোগের একমাত্র সম্বল বাস বা অটো৷ যার ফলে একটু রাত হলেই বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় বাগদা, হেলেঞ্চা, বয়রা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষজনদের৷
এদিন শান্তনু আরও জানান, বনগাঁ-রানাঘাট ডাবল লাইন তৈরির জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। শান্তনুর দাবি, ইতিমধ্যে রেল বিভাগ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেছে এবং ৩২৭ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী বাজেটে বিষয়টি তোলা হবে বলেও জানান তিনি৷ পাশাপাশি ঠাকুরনগর স্টেশনে আরও একটি প্লাটফর্ম নির্মাণ, সমস্ত প্ল্যাটফর্মগুলির সৌন্দর্যায়ন, এবং স্থানীয় তারক সরণি ও বণিকপাড়া সরণিতে সাবওয়ে নির্মাণ, পাশাপাশি বনগাঁ স্টেশনে চলমান সিঁড়ি তৈরির প্রস্তাবও মেনে নিয়ে রেল দফতর। ইতিমধ্যেই ৪০ কোটি টাকা এরজন্য বরাদ্দও করেছে৷
—–
Published by Subhasish Mandal