Thursday, November 21, 2024
Homeরাজ্যকলকাতাBallygunge Assembly Constitution বালিগঞ্জে জয়ের দোরগোড়ায় বাবুল সুপ্রিয়, দ্বিতীয় স্থানে বামেরা, তৃতীয়...

Ballygunge Assembly Constitution বালিগঞ্জে জয়ের দোরগোড়ায় বাবুল সুপ্রিয়, দ্বিতীয় স্থানে বামেরা, তৃতীয় স্থানে বিজেপি

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Ballygunge Assembly Constitution বালিগঞ্জ উপনির্বাচনে কার্যত ধরাশায়ী বিজেপি। উল্লেখযোগ্য ভাবে চমক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম তথা বাম প্রার্থী সায়রা হালিম। বালিগঞ্জের ভোটাররা কার্যত প্রত্যাখ্যান করলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষকে। ১৮ রাউন্ড গণনা শেষে তৃতীয় স্থানে রয়েছেন কেয়া। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।

বালিগঞ্জে ১৮ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৪৮ হাজারের বেশি ভোট। বামপ্রার্থী সায়রা হালিম ১৮ রাউন্ড শেষে ৩০ হাজারের বেশি এবং বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ১২ হাজারের বেশি ভোট পেয়েছেন। বালিগঞ্জের পাঁচটি ওয়ার্ডে তৃণমূল এবং তিনটি ওয়ার্ডে বামেরা এগিয়ে। Ballygunge Assembly Constitution

এদিকে দ্বিতীয় স্থানে উঠে আসা নিয়ে প্রতিক্রিয়ায় বাম প্রার্থী সায়রা শাহ হালিম তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমাদের ভোট বেড়েছে। বাংলায় বিকল্প বামেরাই। বাংলায় তৃণমূল-বিজেপিকে টেক্কা দিতে পারে বামেরাই।’

Ballygunge Assembly Constitution

আরও পড়ুন: Shatrughan Sinha Lead in Asansol ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular