শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : করোনা বাড়বাড়ন্তের জের। পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল নামখানা বকখালি পর্যটনকেন্দ্র। করোনা এবং ওমিক্রণ যে হারে বাড়ছে তাতে মাথাব্যথার কারণ হয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছে সরকার। সেই কারণেই নামখানা বকখালি পর্যটন কেন্দ্র বন্ধ করা হল।
বন্ধ হল বকখালি পর্যটনকেন্দ্র Bakkhali tourism is closed due to Covid-19
আরও পড়ুন : New Variant B.1.640.2 করোনার আরেকটি নতুন রূপ B.1.640.2
বড়দিন এবং বছরের প্রথম দিন উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকরা বকখালি এসেছিলেন। এদিন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়, পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। যে সমস্ত পর্যটকরা বকখালি সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করছেন এবং বনভোজন করছেন তাঁরা যেন পর্যটন কেন্দ্র ছেড়ে চলে যায়। বকখালি পিকনিকের মাঠে যে সমস্ত পর্যটকরা বনভোজনে এসেছিলেন তা বন্ধ করে দেয় নামখানা ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের কর্মীরা। স্বাভাবিকভাবে কলকাতা থেকে কাছে এই বকখালিতে ভ্রমণে অাসা পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়ায় মন খারাপ পর্যটকদের।
——-
Published by Subhasish Mandal