রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: বহরমপুরের টিকটিকিপাড়া বোমা বিস্ফোরণে জখম হল তিন শিশু। স্থানীয় সূত্রে খবর, খেলার সময় বল ভেবে বোমা ছুড়তেই তা ফেটে যায়। মাঠেই বোমা রাখা ছিল বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের পায়ে ও বুকে চোট লেগেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বোমা বিস্ফোরণে জখম তিন শিশু Bahrampur Bomb Blast
এদিকে গোয়ালতোড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার থেকে বহরমপুরে বিস্ফোরণে শিশুদের আহত হওয়ার ঘটনা সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া দিলেন বহরমপুরের সাংসদ তথা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীl তিনি বলেন, ‘গোটা রাজ্যই বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছেl এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলো তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করার প্রস্তুতি। এতে সাধারণ মানুষের জীবনে বড় অনিশ্চয়তা নেমে আসছে। পুরোপুরি গুন্ডারাজ কায়েম হতে চলেছে এই বাংলায়।’
—–
Published by Subhasish Mandal