Thursday, November 21, 2024
Homeরাজ্যমুর্শিদাবাদBaharampur Municipality হামলার আশঙ্কায় পার্টি অফিসে রাত্রিবাস ২৬ জন কংগ্রেস প্রার্থীর! বহরমপুরে...

Baharampur Municipality হামলার আশঙ্কায় পার্টি অফিসে রাত্রিবাস ২৬ জন কংগ্রেস প্রার্থীর! বহরমপুরে সুষ্ঠু ভোট করতে দেবে না তৃণমূল, মত অধীরের

রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: Baharampur Municipality রাতের অন্ধকারে বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালাতে পারে। এবার সেই আশঙ্কাতে বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে থাকতে শুরু করলেন আসন্ন পুর নির্বাচনে বহরমপুর পৌরসভার কংগ্রেস মনোনীত ২৬ জন প্রার্থী। ২৮ আসনবিশিষ্ট বহরমপুর পৌরসভাতে শুক্রবার ২ কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বহরমপুর কংগ্রেস পার্টি অফিসে রাত্রিবাস Baharampur Municipality

আরও পড়ুন : Road blockade by CPIM আসানসোল পৌরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ সিপিআইএমের

প্রসঙ্গত উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা এবং গুলি চালিয়েছে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর থেকে কংগ্রেস প্রার্থীরা নিরাপত্তাহীনতাতে ভুগতে শুরু করেছেন। তাঁদের আশঙ্কা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাড়িতে হামলা করে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করতে পারে। তাই সকলে একত্রিত এবং নিরাপদে থাকার জন্য শুক্রবার রাত থেকে কংগ্রেস পার্টি অফিসে এসে থাকতে শুরু করেছেন প্রার্থীরা।

বহরমপুর পৌরসভায় সুষ্ঠু ভোট করতে দেবে না তৃণমূল Baharampur Municipality

এদিকে বহরমপুর পৌরসভায় সুষ্ঠু ভোট করতে দেবে না তৃণমূল। এমনই মত প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, ‘এখানে কোটি কোটি টাকা কারবারের লোভ আছে। ভোটে যদি হেরে যায় তবে প্রোমোটারি বন্ধ হয়ে যাবে। ভোটে হেরে গেলে লুট করা বন্ধ হয়ে যাবে। আর তো কোনও কারণ নেই। উন্নয়নে তাঁদের ভরসা নেই, তাঁদের ভরসা গুলি বারুদ। তাঁদের ভরসা পুলিশ, তাঁদের ভরসা মস্তানি। তাঁদের ভরসা ভোট লুট। তাঁদের ভরসা উন্নয়ন নয়, সেটা তাঁদের কর্মেই প্রকাশ করে দিচ্ছে। বহরমপুরের মানুষ যত বেশি সংঘটিত হবেন, তত বেশি ভোট দেওয়ার রাস্তা পরিষ্কার হবে।’

আরও পড়ুন : Governor Jagdeep Dhankhar বাংলার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়ে বিধানসভা ‘সমাপ্ত’ করলেন রাজ্যপাল

Baharampur Municipality

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular