রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা : সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। ৩ অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের বাগুইহাটি থানার পুলিশ। সূত্রের খবর, বাগুইহাটি এলাকার বাসিন্দা নয়ন শাঁখারী বাগুইহাটি থানায় অভিযোগ করেন জয় মুখার্জি, শম্ভু মণ্ডল ও রাজীব ঘোষের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপরই এই তিন অভিযুক্ত নয়নকে স্বাস্থ্য দফতরের ফ্যাকাল্টি সুপারভাইজারের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ৩.৫ লক্ষ টাকা দাবি করে। এরপর নয়ন শাঁখারীকে ওই সংস্থার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় এবং তাঁর থেকে ১ হাজার টাকা টোকেন মানিও নেয় অভিযুক্তরা।
Baguihati police arrested 3 fraudsters সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর তা দেখে সন্দেহ হওয়ায় বাগুইহাটি থানার দ্বারস্থ হন অভিযোগকারী নয়ন শাঁখারী। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে স্বাস্থ্য দফতরের ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করে বিভিন্ন ব্যাক্তিদের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করত এই তিন অভিযুক্ত। এর পরই গতকাল রাতে জয় মুখার্জি, শম্ভু মণ্ডল ও রাজীব ঘোষকে গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। আজ অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বাগুইহাটি থানার পুলিশ।
———–
Published by Subhasish Mandal