Thursday, November 21, 2024
Homeরাজ্যBagdogra Airport Reopen সংস্কারের পর ফের খুলল বাগডোগরা এয়ারপোর্ট

Bagdogra Airport Reopen সংস্কারের পর ফের খুলল বাগডোগরা এয়ারপোর্ট

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Bagdogra Airport Reopen রানওয়ে সংস্কারের পর ফের খুলল বাগডোগরা এয়ারপোর্ট। গত ১১ এপ্রিল রানওয়ের বিভিন্ন জায়গায় ফাটল হওয়ার দরুণ সংস্কারের প্রয়োজনে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। বাগডোগরা এয়ারপোর্ট তৈরি হবার ২৫ বছর পর এই ফাটল দেখা দিয়েছিল রানওয়েতে। ১৫ দিনের জন্য বন্ধ থাকার পর বেঙ্গালুরু থেকে আজ সকাল আটটায় প্রথম বিমান নামে এয়ার এশিয়ার।

রানওয়ে সংস্কারের পর প্রথম বিমানটিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল বাগডোগরা। রীতিমতো জলকামান দিয়ে এয়ার এশিয়ার বিমানকে স্বাগত জানানো হয় এদিন। উল্লেখ্য, বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন প্রায় ৩৬টি বিমান ওঠানামা করে। প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। এছাড়াও বাগডোগরা হয়ে বেশ কিছু বড় বিমান চলাচল করে। আবার এই বিমানবন্দরের উপর নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি সিকিম, বিহার ও অসমের মানুষও নির্ভরশীল। ১৫ দিন বন্ধ থাকার পর রানওয়ের সংস্কার হয়ে ফের এই এয়ারপোর্ট চালু হওয়ায় খুশি উত্তর-পূর্বের মানুষজনেরা।

Bagdogra Airport Reopen

আরও পড়ুন: Hanskhali Rape Case Update হাঁসখালি কাণ্ডে সোহেলের বাবা সমরেন্দু গোয়ালি আটক

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular