কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Babul Supriyo Win বালিগঞ্জে গোহারা হারল বিজেপি। সেখানে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে গায়ক–অভিনেতার জয়ের ব্যবধান ২০,০৩৮ ভোট। সেখানে একুশের নির্বাচনে বালিগঞ্জে ৭৫ হাজার ৩৩৯ ভোটে বিজেপিকে হারিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পেয়েছিলেন ৭০ শতাংশেরও বেশি ভোট। সেখানে একবছরেই তৃণমূল কংগ্রেসের ভোট কমে গেল। যদিও জয়ের হাসি হেসেছেন বাবুল সুপ্রিয়। এখানে বিজেপি তৃতীয় স্থানে নেমে গিয়েছে। সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। সেদিক থেকে দেখতে গেলে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই ম্যাজিক দেখালেন সায়রা শাহ হালিম।
We consider this to be our people's warm Shubho Nababarsho gift to our Ma- Mati- Manush organization. Salute to the voters for reposing faith in us, yet again.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
ভোটগণনা চলাকালীন রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলকে ‘নববর্ষের উপহার’ বলেই উল্লেখ করেছেন তিনি। এই কেন্দ্রে আপাতত দ্বিতীয় স্থানে সিপিআইএম। প্রার্থী সায়রা শাহ হালিমের দাবি, ভোটের হার বেড়েছে অনেকটাই। বিজেপির ফলাফল বালিগঞ্জে সবচেয়ে খারাপ। প্রাপ্ত ভোটের নিরিখে আপাতত তৃতীয় স্থানে পদ্মশিবিরের প্রার্থী কেয়া ঘোষ। প্রথম থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বাবুল সুপ্রিয়। এই জয়কে ‘মানুষের জয়’ বলেই উল্লেখ করেন তিনি। Babul Supriyo Win
অন্যদিকে সিপিআইএমের প্রার্থী সায়রা হালিম এখানে পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভোট। আর বাবুলের ঝুলিতে গিয়েছে প্রায় ৪৮ শতাংশ। অর্থাৎ ১৯ রাউন্ড গণনা শেষে বাবুল সুপ্রিয় মোট ভোট পেয়েছেন ৫০ হাজার ৭২২। সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৮১৮ ভোট। আর বিজেপি প্রার্থী পেয়েছেন ১২ হাজার ৯৬৭ ভোট।
Babul Supriyo Win
Published by Subhasish Mandal