Asansol municipal polls আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী জয়ী, তবুও মুখ থুবড়ে পড়ল বিজেপি
ইন্ডিয়া নিউজ বাংলা, আসানসোল: পুরনিগমের ভোটেও ব্যর্থতাই সঙ্গী হল বিজেপি-র৷ ১০৬টির মধ্যে মাত্র ছ’টি আসনে জিতল বিজেপি৷ তবে চমক এখানেও ছিল। বিজেপি-র জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি৷ এই লড়াইকে অনেকেই সম্মানের লড়াই হিসেবে ধরেছিলেন। কারণ যে কারণ তার দল বদল করে অন্য দলে চলে যাওয়া।
আসানসোল পুরভোটে, ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি৷ জিতেন্দ্র তিওয়ারি তাঁর ইলেকশন এজেন্ট ছিলেন৷ নির্বাচনের দিন একাধিকবার তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান জিতেন্দ্র৷ পুলিশ প্রশাসনের সামনেই তাঁকে হুমকি দিতেও শোনা যায়৷ শেষ পর্যন্ত অবশ্য সম্মানের লড়াইয়ে জিতলেন জিতেন্দ্রই৷ জয়ের পর স্বামীর প্রশংসা শোনা গেল চৈতালি তিওয়ারির গলায়।
জিতেন্দ্র তিওয়ারি, বিতর্কিতভাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন ৷ যদিও পাণ্ডেবশ্বর থেকে ভোটে লড়েও হেরে যান তিনি৷ ফলে এবারের পুরভোটে নিজের স্ত্রীকে জিতিয়ে আনা জিতেন্দ্রর কাছে ছিল সম্মানের লড়াই৷ জিতেন্দ্র তিওয়ারি জিতলেও নিজেদের শক্ত ঘাঁটি আসানসোলেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি৷