Thursday, September 12, 2024
Homeরাজ্যনদিয়াArrested with Firearms দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ নবদ্বীপে গ্রেফতার...

Arrested with Firearms দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ নবদ্বীপে গ্রেফতার যুবক

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Arrested with Firearms একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ ব্লকের অন্তর্গত বাবলারি সিদ্ধেশ্বরী পাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে গ্রেফতার করে নবদ্বীপ থানার কর্মরত পুলিশ কর্মীরা। এরপর ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল-সহ একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ ভৌমিক, বাড়ি নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকানগর কলোনি এলাকায়। মঙ্গলবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Arrested with Firearms

আরও পড়ুন : Hijras Beating Passengers on Local Trains শিয়ালদা লোকালে বৃহন্নলাদের তোলাবাজি! চাহিদা মতো টাকা না দেওয়ায় আক্রান্ত দুই ট্রেনযাত্রী

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular