Thursday, November 21, 2024
Homeরাজ্যমালদাArrested for Selling Turtles ক্রেতা সেজে অভিযান বন দফতরের! মালদায় কচ্ছপ বিক্রির...

Arrested for Selling Turtles ক্রেতা সেজে অভিযান বন দফতরের! মালদায় কচ্ছপ বিক্রির পাণ্ডা গ্রেফতার, উদ্ধার ১৯টি বিরল প্রজাতির কচ্ছপ

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: Arrested for Selling Turtles খদ্দের সেজে বেআইনি কচ্ছপ বিক্রি চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল বন দফতরের কর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপাড়া এলাকার একটি হাট থেকে কচ্ছপ পাচার চক্রের ওই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯টি বিরল প্রজাতির কচ্ছপ। এই ঘটনার আগাম আঁচ বুঝতে পেরে ধৃতের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন এলাকা থেকে গা ঢাকা দেয় বলে অভিযোগ। শুক্রবার ধৃতকে মালদা আদালতে পেশ করবে জেলা পুলিশ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপুল বিশ্বাস। তার বাড়ি গাজোল থানা এলাকায়। এর আগেও ওই ব্যক্তিকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এদিন গোপন সূত্রে বন দফতর খবর পেয়ে গাজোলের নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি হাটে বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছিল। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে যান বন দফতরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার-সহ বনকর্মীরা। এরপর হাতেনাতে ধরা হয় বিপুলকে। যদিও সুযোগ বুঝে অপর দুইজন পালিয়ে যায় বলে অভিযোগ। উদ্ধার করা হয় পাঁচটি বড় (১২ থেকে ১৫ কেজি ওজনের) কচ্ছপ এবং ১৪টি ছোট (১ থেকে ২ কেজি ওজনের) কচ্ছপ। Arrested for Selling Turtles

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপগুলি তার কাছে আসে। ধৃত কচ্ছপ বিক্রেতাকে শুক্রবার ইংরেজবাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Arrested for Selling Turtles

আরও পড়ুন : Three Robbers Arrested in South 24 Parganas পুলিশি তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক, তাজা বোমা ও অন্যান্য সরঞ্জাম-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular