ইন্ডিয়া নিউজ বাংলা,
Anish Khan Death
কলকাতা : আনিশ খাঁন হত্যাকান্ডের আসল দোষীদের খুঁজে বের করতে রাজ্য সরকার ইতিমধ্যে সিট গঠন করেছে। কিন্তু এখন রাজ্য সরকারের এই তদন্ত কমিটির ওপর কোন আস্থা নেই তা পরিস্কার জানিয়ে দিয়েছেন আনিশ খানের বাবা সালেম খাঁন। বিরোধীরাও এক যোগে রাজ্য পুলিশকে দিয়ে নিরপেক্ষ তদন্ত হবে না বলে মনে করছেন।এদিকে আনিশের হত্যার প্রতিবাদে কলকাতা, যাদবপুর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পথে নেমেছে।আনিস হত্যার বিরুদ্ধে আজ দিল্লীর বঙ্গ ভবনে AISA, JNUSU, DSF, SFI এর বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি।
গ্রেফতার দুই পুলিশ কর্মী Anish Khan Death
সব মিলিয়ে আনিশ ইস্যুতে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। কিন্তু চাপের মুখে পড়েও সিটের তদন্তের ওপর পুরোপুরি আস্থা রেখেছেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান যে দু’জন পুলিশকর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাঁদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, , ‘‘আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। অভিযুক্ত পুলিশকর্মীরা যাতে তদন্তে প্রভাব খাটাতে না পারে, তার জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত নিরপেক্ষই হবে। আইন আইনের পথে চলবে। আমি তদন্তে কোনও হস্তক্ষেপ করতে চাই না।’ গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মীর মধ্যে একজন আমতা থানার হোমগার্ড, কাশীনাথ বেরা। অন্যজন সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রীর আস্থা সিটের তদন্তে Anish Khan Death
’ পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্কার সিবিআইয়ের হাতে তদন্তভার দিলেই সব সত্য বেরিয়ে আসবে এমনটা নয়, তিনি পরিস্কার জানান ‘‘সিপিএম বা বিজেপি-র স্বার্থ দেখার জন্য আমি আসিনি। মানুষের স্বার্থ দেখতে এখানে আছি। আমাদের এতটা দুর্বল ভাববেন না। সিপিএম এত কথা বলছে, দেখাতে পারবে ওরা কখনও কাউকে গ্রেফতার করেছে কি না? সিবিআই-ই বা কী তদন্ত করেছে! সিঙ্গুরে তাপসী মালিকের হত্যার কী হল? সিবিআই তো তদন্তভার নিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের প্রতিরূপ (রেপ্লিকা) পাওয়া গিয়েছে? সেখানেও তো সিবিআই তদন্ত করেছে! হাথরস আর উন্নাওতে তো সিবিআই তদন্ত করছে না? এ সব আমরা জানি।’’
রাজপথে আন্দোলনের মাত্রা বাড়ছে Anish Khan Death
অন্যদিকে আনিশ খুনের বিচার চেয়ে রাজপথে আন্দোলনের মাত্রা বাড়ছে। সেদিকে রাজ্য প্রশাসন যে সজাগ আছে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন‘‘একটা ঘটনা ঘটে যেতেই পারে। কিন্তু আগে দেখতে হবে সরকার পদক্ষেপ করছে কি না! সরকার যদি পদক্ষেপ না করে তবে বলতে পারেন। কিন্তু পদক্ষেপ করার পরও কেন এমন হচ্ছে। এটা কিসের চেষ্টা? কার স্বার্থ আছে এতে!’’নবান্নতে সাংবাদিকদের বলেন,‘‘আন্দোলন সবাই করতে পারে, সে অধিকার সবার আছে! কিন্তু বাংলাকে কামড়াতে আঁচড়াতে দেব না’’
ফের ময়নাতদন্তের প্রস্তুতি শুরু Anish Khan Death
আনিশ খানের মৃতদেহ ময়নাতদন্তের পর ইতিমধ্যেই কবর দেওয়া হয়েছে। কিন্তু সঠিক ভাবে ময়না তদন্ত করা হয়েছে কিনা, কোন কিছু আড়াল করার চেষ্ঠা হচ্ছে কিনা। তা খুঁজে বের করতে স্পেশাল ইনভেস্টিগেটেড টিম বা সিট কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করেছে। সিটের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে। বুধবার সকালে ব়্যাফ নিয়ে আনিসের বাড়িতে আসেন বাগনান থানার অফিসার। পরিবারের তরফে আগে থেকেই অভিযোগ করা হচ্ছিল, ময়নাতদন্তের রিপোর্টে কিছু কারচুপি হয়েছে।
Anish Khan Death
Publish by Monirul Hossain