Tuesday, September 17, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানAnger of traders in East Burdwan মেলা থেকে খেলা সবই চলছে! দুদিন...

Anger of traders in East Burdwan মেলা থেকে খেলা সবই চলছে! দুদিন বাজার বন্ধে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : Anger of traders in East Burdwan মেলা থেকে খেলা সবই চলছে। তবুও এখনও সপ্তাহে দুদিন বাজারহাট বন্ধ কেন? এভাবেই জেলা প্রশাসনের উদ্দেশে তোপ দাগলেন পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ী নেতা। মাসাধিক আগে বর্ধমান শহর ও সংলগ্ন এলাকায় কোভিড সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে একটা পর্যায়ে সপ্তাহে দুদিন বাজারহাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রবিবার ও বৃহস্পতিবার সব বন্ধ থাকে। আজ সেই নির্দেশ মেনেই বন্ধ রয়েছে বাজার। শহরের পথঘাট শুনশান। তেতুলতলা, পুলিশ লাইন, নীলপুর, কালনা গেট, রথতলা, ঝুরঝুরেপুল-সহ সব বাজার আজ পুরোপুরি বন্ধ। মুদিখানা, সবজি, ফুলফল, মাছ-মাংসের বাজার জনমানবহীন। এতেই আপত্তি বেশ কিছু ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের নেতা শেখ স্বপন জানিয়েছেন, মেলা অনুমতি পাচ্ছে। ভিড়ে বাস চলছে। আর এদিকে আমরা পড়ে পড়ে মার খাচ্ছি। সপ্তাহে দুদিন সব মাল পচে যাচ্ছে। প্রশাসন কিছু ভাবুক। নইলে বনধ ডাকতে হবে।’ প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের করোনাগ্রাফ এখন নীচের দিকে। গত কালকের হিসেব একদিনে জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। শুধু বর্ধমান পুর এলাকায় আক্রান্ত ১৯ জন।

সপ্তাহে দুদিন সব মাল পচে যাচ্ছে Anger of traders in East Burdwan

আরও পড়ুন : Leopard in Cooch Behar লোকালয়ে চিতাবাঘ! আতঙ্কে কোচবিহারের ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular