চলছে লোকসভা নির্বাচন। ৬টি দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আর মাত্র একটি দফা। আর নির্বাচনী আবহেই এবার বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি (Amit Shah on UCC) বলেন, তৃতীয়বারের জন্য মোদী সরকার এলে দেশে অভিন্ন নাগরিক বিধি বা Uniform Civil Code কার্যকর হবে।
অভিন্ন নাগরিক বিধি (Uniform Civil Code)
অভিন্ন নাগরিক বিধি প্রসঙ্গে অমিত শাহ (Amit Shah on UCC) বলেন, ‘মোদী সরকার তৃতীয়বারের মেয়াদে এক দেশ-এক নির্বাচনকেও বাস্তবায়ন করবে। কারণ সারা দেশে একসঙ্গে নির্বাচন হওয়ার সময় এসেছে।’ শাহ বলেন, ‘সংবিধান সভার কেএম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, বিআর আম্বেদকরের মতো আইনজ্ঞরা জানিয়েছিলেন যে একটি ধর্মনিরপেক্ষ দেশে, ধর্মের ভিত্তিতে আইন থাকা উচিত নয়, এখানে একটি অভিন্ন নাগরিক বিধি চালু হওয়া উচিত।’ তিনি এও বলেন, ‘অভিন্ন নাগরিক বিধিকে কার্যকর করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’
আরও পড়ুন : Amit Shah : ‘প্রথম ৫ দফাতেই ৩১০ আসন পার বিজেপির, আরও দুই দফায় ৪০০ পার’, আত্মবিশ্বাসী শাহ
এক দেশ-এক নির্বাচন (One Nation, One Election)
এক দেশ-এক নির্বাচন প্রসঙ্গে বক্তব্য পেশ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনাথ কোবিন্দ কমিটি গঠন করেছেন। আমিও এর সদস্য। এর রিপোর্ট জমা করা হয়েছে। দেশে একযোগে নির্বাচন হওয়ার সময় এসেছে।’