Thursday, November 21, 2024
Homeরাজ্যমালদাAlleged violation of election rules ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি, বিজেপি...

Alleged violation of election rules ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি, বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল ইংরেজবাজারে

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : Alleged violation of election rules ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হওয়া সেই ভিডিও (ভাইরাল হওয়া ফুটেজের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ)।দেখে বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। তবে ভোটারদের নয়, দলীয় কর্মীকে সাহায্য করেছিলেন বলে দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনও প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে।

যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তাঁর দাবি দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন। দলীয় কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন।

দলীয় কর্মীকে টাকা দিয়েছেন, দাবি বিজেপি প্রার্থীর Violation of Election Rules

Alleged violation of election rules

আরও পড়ুন : Dissatisfaction Judgment of High Court হাইকোর্টের রায় তামাশা-হাস্যকর, ওটা আগে থেকেই লেখা ছিল : শমীক ভট্টাচার্য

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular