পার্থ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: Allegations of Rape Against Policeman রক্ষকই ভক্ষক? নাকি ষড়যন্ত্রের শিকার? তদন্ত করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তবে, তাৎপর্যপূর্ণ বিষয় হল ‘অভিযুক্ত’ খোদ একজন পুলিশকর্মী! জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত পলশা গ্রামের বাসিন্দা তথা আনন্দপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সঞ্জয় পয়রা’র বিরুদ্ধে গত ২৫ মার্চ ধর্ষণের অভিযোগ জানায় ওই গ্রামেরই এক গৃহবধূ। তবে, সেই সময় অভিযুক্ত সঞ্জয় অন্য জেলায় ডিউটি-তে ছিলেন। তাই, বিভাগীয় নোটিশ ধরানো হলেও গ্রেফতার করা হয়নি। শুক্রবার তিনি এই জেলায় ফিরলে জেলা পুলিশের নির্দেশে খড়্গপুর গ্রামীণ সঞ্জয় পয়রাকে গ্রেফতার করে। আজ, শনিবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে।
জানা গেছে, পলশা গ্রামের বাসিন্দা অভিযুক্ত পুলিশকর্মী সঞ্জয় পয়রার ছেলে ওই গ্রামের এক গৃহবধূর কাছে টিউশন পড়তে যেত। ওই পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক-ই ছিল গৃহবধূর। এরপর গত ২৪ মার্চ পারিবারিক একটি বিষয় গৃহবধূ সঞ্জয়ের সাহায্য চায়। সেই সাহায্য করার নাম করে সঞ্জয় বাইরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে সঞ্জয় ও তাঁর পরিবারের তরফে। এদিকে, লিখিত অভিযোগ পাওয়ার পরেই জেলা পুলিশ সঞ্জয়-কে ক্লোজ করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনা ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Allegations of Rape Against Policeman
————
Published by Subhasish Mandal