পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা: Allegations of corruption in road construction প্রায় ২০ থেকে ৩০ বছর পর মেরামত হচ্ছে রাস্তা। আর এই রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি হুগলির বৈঁচি চারাবাগান গয়লাপুকুর এলাকার। স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় কিলোমিটার রাস্তা পিচ দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু সদ্য তৈরি হওয়া রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ-সহ ছোট স্টোনচিপস। যা নিয়ে শোরগোল গোটা এলাকায়।
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ Allegations of corruption in road construction
গ্রামবাসীদের দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তার কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার রাস্তা তৈরি হওয়ার পরে বেশ কয়েকটি জায়গা থেকে উঠে যাচ্ছে রাস্তার পিচ। এমনকী এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যে হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে পিচ রাস্তা। কাজের খতিয়ান দেখানো হোক তা না হলে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এমনকী উঠে আসছে কাটমানি খাওয়ার তথ্যও। এ বিষয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রত্না দে নাগের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা।
রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ-সহ ছোট স্টোনচিপস Allegations of corruption in road construction
—–
Published by Subhasish Mandal