অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা: Allegations of corruption in Kuchulibari আজবকাণ্ড মেখলিগঞ্জের কুচুলিবাড়িতে! সেখানে সরকারি প্রকল্পের নির্মীয়মান পোল্ট্রিফার্ম ভেঙে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাl অভিযোগ, মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়িতে ৪১টি এবং গোটা ব্লকে মোট ২১১টি পোল্ট্রিফার্ম তৈরি করার অনুমোদন পেয়েছে ব্লক প্রশাসনl আর এই ফার্ম তৈরির বরাত দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরl
এদিকে এই পোল্ট্রিফার্ম নির্মাণে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে ফার্ম তৈরি করে দিচ্ছেন স্থানীয় কিছু যুবকl কার অধীনে সর্বমোট কত টাকার কাজ হচ্ছে, তার কিছুই জানেন না অনেকেl যুবকরা নিজেদের উদ্যোগে বালি, পাথর ও সিমেন্ট ইত্যাদি দিয়ে কাজ করছেনl অভিযোগ, শনিবার মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়ি অঞ্চলের ১২০ জামালদহ বালাপুকুড়ি গ্রামে অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ এনে নির্মীয়মান পোল্ট্রিফার্ম ভেঙে দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাl Allegations of corruption in Kuchulibari
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাবতী রায়। তাঁর কাছে অভিযোগ জানান স্বনির্ভরগোষ্ঠীর মহিলারাl এই বিষয়ে রেণুকা রায় নামের এক সদস্যা জানান, সস্তা সিমেন্ট আর বালি এবং অত্যন্ত দুর্বলমানের ইট দিয়ে কাজ করার ফলে খুব সহজেই ভেঙে যাচ্ছে এই ঘরl যা বাসিন্দাদের কোনও কাজেই আসবে নাl শুধু কুচুলিবাড়ি নয়, স্থানীয় নিজতরফ অঞ্চল থেকে শুরু করে মেখলিগঞ্জ ব্লকের আরও বিভিন্ন জায়গায় একই অভিযোগ শোনা যায়l
Allegations of corruption in Kuchulibari
আরও পড়ুন : Arrested of Miscreants with Firearms পাইপগান ও কার্তুজ-সহ বামনগোলায় ধৃত এক দুষ্কৃতী
————
Published by Subhasish Mandal