Sunday, October 6, 2024
Homeরাজ্যমালদাAllegation of attempted murder in Malda জমিতে সেচের জল দেওয়া নিয়ে গণ্ডগোল,...

Allegation of attempted murder in Malda জমিতে সেচের জল দেওয়া নিয়ে গণ্ডগোল, প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কোপানোর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: Allegation of attempted murder in Malda জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর এলাকায়। গুরুতর জখম রবিউল ইসলামকে (৪৬) ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী সুরেশ দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।

আক্রান্তের এক আত্মীয় তজিবুর রহমান জানিয়েছেন, এদিন রাতে মামা জমি থেকে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী সুরেশ দাস অতর্কিতে পিছন থেকে মামার পিঠে ধারালো চাকু নিয়ে হামলা চালায়। আর তাতেই জখম হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সংকটজনক অবস্থায় মামার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজে। Allegation of attempted murder in Malda

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই প্রতিবেশীর জমিতে সেচের জল দেওয়া নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। এই হামলার ঘটনার পর অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালিয়েছে ক্ষিপ্ত জনতা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Allegation of attempted murder in Malda

আরও পড়ুন : Four Robbers Arrested with Weapons ডাকাত সন্দেহে আগ্নেয়াস্ত্র-সহ সামালি থেকে গ্রেফতার চার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular