অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Alipurduar Police Line আজ আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়ায় আলিপুরদুয়ার পুলিশ লাইনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। উপস্থিত ছিলেন পুলিশ সুপার-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলা হওয়ার পর পুলিশ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। জমি চিহ্নিতকরণের পর ২০১৭ সাল নাগাদ ভবন তৈরির কাজ শুরু হয়। পুলিশ লাইনের প্রায় ৮০ শতাংশের উপরে কাজ প্রায় শেষ। তবে করোনা পরিস্থিতিতে প্রায় একবছর কাজ করা যায়নি। সম্প্রতি কাজ শেষের মুখে। তাই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ পুলিশ কর্মীদের। সঙ্গে মোটর ট্রান্সপোর্ট অফিসার-সহ অন্যান্য কর্মীদের সেখানে যাওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন পুলিশ লাইনে প্রায় সাতশো কর্মী থাকতে পারবে বলে জানা গিয়েছে। তবে প্রায় ১৫০ জন পুলিশকর্মীর ইতিমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। কয়েকদিন ধরে মালপত্র নেওয়ার কাজ চলছে। আলিপুরদুয়ার থানা চত্বরেই পুলিশ লাইন প্রায় সংযুক্ত ছিল। ফলে কোয়ার্টারের অভাবে তাদের একাংশের ভাড়া বাড়িতে থাকতে হত। পুলিশ লাইন তৈরি হলে সেই সমস্যা মিটবে বলেই আশা করা যায়।
প্রায় পাঁচ একর জমিতে ৩২ কোটি টাকা ব্যয়ে পুলিশ লাইন তৈরি Alipurduar Police Line
এছাড়াও প্রায় পাঁচ একর জমিতে ৩২ কোটি টাকা ব্যয়ে পুলিশ লাইনে পুলিশের নিজস্ব কর্মসূচি করার মাঠ রয়েছে। জিম, হাসপাতাল, পুলিশের প্রশাসনিক ভবন-সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এখানে। তবে আলিপুরদুয়ার থানা থেকে পুলিশ লাইনের হেড কোয়ার্টার এখনই সরছে না। পরিকাঠামো তৈরির কাজ পুরোপুরি শেষ হলেই পুলিশ লাইনের হেড অফিস স্থানান্তরিত হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের লিমিটেড পুলিশ লাইন তৈরির দায়িত্বে রয়েছেন। আলিপুরদুয়ার থানা সংলগ্ন একাধিক পুলিশ লাইনের ঘর ফাঁকা হয়ে পড়বে। যা প্রয়োজনে থানা ব্যবহার করতে পারবে বলে। তাতে আলিপুরদুয়ার থানার ভবনের সমস্যাটাও মিটবে।
———–
Published by Subhasish Mandal