অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা:Al Qaida and Mujahideen link in Wifi ; এলাকার ওয়াই ফাই নেটওয়ার্ক অন করলেই দেখা যাচ্ছে দুটি জঙ্গি সংগঠনের নাম। একটি আল কায়দা ও আর একটি হল ইন্ডিয়ান মুজাহিদিন। আর এনিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ার অম্বিকা কুন্ডু বাই লেন এলাকায়। গত এক বছর ধরে এরকমই ঘটনা ঘটে চলেছে।
হাওড়া সিটি পুলিশের কমিশনার ও সাইবার ক্রাইম বিভাগকে জানালেও কোনও হেলদোল দেখা যায়নি। এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সৌভিক নাথ জানান,কে বা কারা জঙ্গি সংগঠনের নাম ধরে এই নেটওয়ার্ক কেন বানিয়ে ব্যবহার করছে তা জানা খুবই দরকার। এর কারণ বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজ কর্ম বেড়ে চলেছে।
বেশ কয়েকমাস আগে নিউটাউনে জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল একটি নামি আবাসনে।পুলিশ অভিযান চালিয়েছিল।হাওড়াতেও কি সেরকম কিছু ঘটনা ঘটতে চলেছে নাকি এনিয়ে বাড়ছে উদ্বেগ। এদিন ঘটনাস্থলে আসে পুলিশ।
Published by Samyajit Ghosh