Sunday, February 16, 2025
Homeরাজ্যনদিয়াAgitation of Temporary Health Workers in Nadia গয়েশপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ...

Agitation of Temporary Health Workers in Nadia গয়েশপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Agitation of Temporary Health Workers in Nadia পুনরায় কাজে নিয়োগের দাবি তুলে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করল হাসপাতালের অস্থায়ী কর্মীরা। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এনএসএস কোভিড হাসপাতালের ঘটনা। দীর্ঘক্ষণ ধরে হাসপাতালের সামনে রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। জানা যায়, কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে বিগত এক বছর ধরে মোট ১৩০ জন অস্থায়ী কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন। গতকাল তাদের চুক্তির শেষ তারিখ ছিল। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নতুন করে মাত্র কুড়ি জন পুনরায় চুক্তির ভিত্তিতে কাজ পাবে। এরপরে শুরু হয় বিতর্ক।

বিক্ষোভকারীদের দাবি তাঁরা গত একবছর জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করেছেন। কিন্তু হঠাৎ তাঁদের পুনরায় কেন নিয়োগ করা হচ্ছে না? এর পাশাপাশি কীভাবে কর্তৃপক্ষ কুড়ি জনের কাজ পুনরায় দেওয়ার কথা বলছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা। তাঁরা চাইছেন যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে এতদিন কাজ করেছেন, সেই কারণে ১৩০ জনকে পুনরায়  নিয়োগ করুক স্বাস্থ্য দফতর। দাবি যতক্ষণ না পর্যন্ত হাসপাতালের সুপার কিংবা জেলা স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে আসছে ততক্ষণ চলবে তাদের বিক্ষোভ। প্রয়োজনে আগামী দিনে অনশনের পথে নামবেন বলে জানিয়েছেন তাঁরা। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Agitation of Temporary Health Workers in Nadia

আরও পড়ুন : Weapons and Bombs Recovered in Burdwan বর্ধমানে চাঞ্চল্য! অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী, তিনটি ব্যাগে উদ্ধার ৩৪টি বোমা

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular