Thursday, September 19, 2024
Homeরাজ্যAfter BJP meeting, TMC counter programme in Singur : ‘সিঙ্গুরের মাটিকে অপবিত্র...

After BJP meeting, TMC counter programme in Singur : ‘সিঙ্গুরের মাটিকে অপবিত্র করেছে বিজেপি’, বেচারামের নেতৃত্বে গোবর, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ কৃষিজমি রক্ষা কমিটির

পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা : সিঙ্গুরে কৃষকদের জন্য ডাকা বিজেপির তিন দিনের (১৪-১৬ ডিসেম্বর) ধর্না গতকালই শেষ হয়েছে। আর তার পরেই ফের খবরের শিরোনামে উঠে এল সিঙ্গুর। তিনদিন ব্যাপী আন্দোলনের যেখানে শেষ করেছে বিজেপি সেখানেই এবার শুদ্ধিকরণে নামল সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি। সকাল সকাল গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হল বিজেপির ধর্না মঞ্চের স্থান । আর এ কাজে এগিয়ে এলেন সিঙ্গুরের বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। ছিলেন বিধায়ক করবী মান্নাও। তাঁদের দাবি এই মঞ্চে ধর্নায় বসে সিঙ্গুরের মাটিকে অপবিত্র করেছে বিজেপি। তাই গোবর, গঙ্গা জল ছিটিয়ে পবিত্রতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘তিনদিন ধরে বিজেপি কৃষকবিহীন কৃষক আন্দোলনের নামে যে নাটক করে গেল আমরা মনে করি, সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা মনে করে এটা মেকি আন্দোলন। এই আন্দোলনের জেরে সিঙ্গুরের মাটি অপবিত্র করা হয়েছে। একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে কলকাতা পুরসভার ভোটের মুখকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা হয়েছিল।’

এদিনের ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানে জড়ো হন সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির অসংখ্য মহিলা। তাঁদের হাতে ছিল ঝাঁটা আর বালতি। একইসঙ্গে চলে কীর্তন। তারই মধ্যে দিয়ে হচ্ছে শুদ্ধিকরণ চলে সিঙ্গুরের মাটি। উলুধ্বনি, কীর্তনের মধ্যে দিয়ে ঝাঁটা দিয়ে গোবর জল দেওয়া হয় মাটিতে। এর পর ছিটানো হয় গঙ্গাজল। কাজ সম্পূর্ণ হওয়ার পর তাঁদের দাবি কৃষক হত্যা করা, রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি করা বিজেপি সিঙ্গুরের মাটিকে অশুদ্ধ করেছে। তাই এই ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান।

আন্দোলনের পিতৃভূমি হিসাবে পরিচিত সিঙ্গুর। এই সিঙ্গুর থেকেই উত্থান হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর জল অনেক গড়িয়েছে। মমতার প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী দল বদলে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। মূলত তাঁরই উদ্যোগে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে গত তিনদিন ধরে চলে বিজেপির এই ধর্না। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপির নেতৃত্বস্থানীয়রা।

————-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular