সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : পুলিশ প্রশাসনের সহযোগিতায় দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর বিয়ে রুখে দিল নবদ্বীপ ব্লক প্রশাসন। জানা যায়, রবিবার রাতে নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর গ্রামে কলেজ পড়ুয়া এক নাবালকের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছিল ওই নাবালিকা। দশম শ্রেণির ওই নাবালিকা নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর দেবরাজপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রণয় সম্পর্ক চলার পর এই দিন রাতে দুই পরিবারের সম্মতিতে বিবাহ অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছিল।
আরও পড়ুন : Anti viral medicines side effect অ্যান্টি-ভাইরাল ওষুধ থেকে সাবধান
নাবালক-নাবালিকার বিয়ে রুখল নবদ্বীপ ব্লক প্রশাসন Administration stopped teenage marriage in Nadia
ঘটনাটি জানতে পেরে রাতেই তড়িঘড়ি সুভাষনগরে পৌঁছায় নবদ্বীপ ব্লক আধিকারিক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকেরা। প্রথমদিকে বিয়ের বিষয়টি অস্বীকার করলেও উপস্থিত ব্লক ও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে পরবর্তী সময়ে ওই দুই নাবালক-নাবালিকা পড়ুয়াদের বিয়ের অনুষ্ঠানের বিষয়টি কার্যত স্বীকার করে নেয় দুই পরিবারের সদস্যরা।
এরপর ওই দুই নাবালক-নাবালিকার প্রকৃত বয়স না হওয়া পর্যন্ত তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না বলে অভিভাবকদের দিয়ে লিখিত আকারে মুচলেখা নিয়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রশাসনিক আধিকারিকেরা। উপস্থিত ছিলেন বাবলারি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ। পরে দুই পরিবারের তরফ থেকেই জানানো হয় বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তাঁরা নাবালক-নাবালিকার বিবাহ অনুষ্ঠান করবেন না।
—–
Published by Subhasish Mandal