Monday, November 25, 2024
Homeরাজ্যমুর্শিদাবাদAdhir Chowdhury on School Privatization রাজ্যে স্কুল বেসরকারিকরণ নিয়ে কী বললেন অধীর...

Adhir Chowdhury on School Privatization রাজ্যে স্কুল বেসরকারিকরণ নিয়ে কী বললেন অধীর চৌধুরী, শুনুন

রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা : Adhir Chowdhury on School Privatization রাজ্যে স্কুলে বেসরকারিকরণ নিয়ে নিজের মত ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে দলীয় প্রার্থীর প্রচারে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘স্কুল বেসরকারিকরণ হলে পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের ছেলেমেয়েদের পড়ার খরচ চালানো মুশকিল হবে। কারণ বেসরকারি পুঁজি তখনই বিনিয়োগ হয়, যখন সেখানে লাভের পরিমাণ বেশি থাকে। সরকারি স্কুল মানে লাভ নয়, সেখানে সেবার বিষয় থাকে। আর বেসরকারি স্কুল মানে সেখানে সেবা নয়, লাভের প্রশ্ন থাকে। স্বাভাবিক ভাবেই সাধারণ পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ অস্বাভাবিক হয়ে যাবে সেটা চিন্তার বিষয়। তবে বিষয়টি এখনও খসড়া পর্যায়ে আছে। আমাদের কাছে আসেনি। যখন আসবে তখন আমরা এর প্রতিবাদ জানাব এবং আন্দোলনে নামব।’

সাধারণ পরিবারের ছেলেমেয়েদের পড়ার খরচ চালানো মুশকিল হবে Adhir Chowdhury on School Privatization

এদিন কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বহরমপুরে প্রচার করলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার ১০ নং ১১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষ ও জিতেন সাহাকে সঙ্গে করে ভোট প্রচার সারলেন অধীর চৌধুরী।

Adhir Chowdhury on School Privatization

আরও পড়ুন : Cyber Crime in Bidhannagar টেক সাপোর্টের নামে বিদেশি নাগরিকদের প্রতারণা! কল সেন্টার থেকে গ্রেফতার ১৬

———–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular