Saturday, November 2, 2024
HomeAccidentAccident claims student's life স্কুল যাওয়ার পথে ট্রলির চাকায় মর্মান্তিক মৃত্যু...

Accident claims student’s life স্কুল যাওয়ার পথে ট্রলির চাকায় মর্মান্তিক মৃত্যু ছাত্রীর, ধুন্ধুমার  দাসপুরে

পার্থ মুখার্জী, ইন্ডিয়া নিউজ বাংলা, পশ্চিম মেদিনীপুর: Accident claims student’s life:      স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির চাকায় পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার দাসপুরে।টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীর,অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

প্রশাসনকে জানিয়েও বেহাল রাস্তা ঠিক হয়নি অভিযোগ গ্রামবাসীদের

আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলমিজোড়ে স্কুল যাওয়ার পথে পথদূর্ঘটনায় মৃত্যু হয় নাতাসা পোড়িয়া নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর।সাইকেলে ব্রাহ্মণ বসান উচ্চবিদ্যালয়ে যাওয়ার সময় একটি মেশিন ট্রলি দ্রুত গতিতে চলে আসে আর টাল সামালতে না পেরে ওই মেশিন ট্রলির চাকায় পড়ে গিয়ে গুরুত্বর জখম হয় ওই ছাত্রী,তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Accident claims student’s life স্কুল যাওয়ার পথে ট্রলির চাকায় মর্মান্তিক মৃত্যু ছাত্রীর, ধুন্ধুমার  দাসপুরে

বেহাল রাস্তার জন্য মৃত্যু ছাত্রীর, উত্তেজিত গ্রামবাসী

এই ঘটনার পরই দাসপুরের বেলতলায় গ্রামীণ সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। টায়ার জ্বালিয়ে,বাঁশ ফেলে অবরুদ্ধ করে পথঅবরোধে সামিল হয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ,ওই রাস্তা বেহাল তার জেরে মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বেহাল রাস্তার উপর দিয়েই মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে চলেছে, যার জেরে আজ এক পঞ্চম শ্রেণির ছাত্রীর প্রাণ গেছে।

ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথেও বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। ঘটনায় রীতিমতো উত্তেজনা দেখা দেয় এলাকায়।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular