তাঁর কাজকর্মের জন্য বহুদিন ধরেই সমালোচিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র৷ আর এবার বিতর্কিত মন্তব্যের কারণে নিজেকে আরও বিপাকে ফেললেন লাভলি৷ কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা৷
কেন লাভলির বিরুদ্ধে মামলা?
সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আরজি করের ঘটনার পর ডাক্তারদের আন্দোলনকে অসম্মান ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই কারণেই এই মামলা বলে জানা গিয়েছে৷ বুধবার এই মামলাটি উল্লেখ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন : Lovely Moitra: ‘বদল নয়, বদলা’ মন্তব্যে বিপাকে লাভলি, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
লাভলির কোন বক্তব্যের প্রেক্ষিতে এই মামলা?
তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বলেন, “সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ দাঁড়িয়ে বলছি বদল তো দূর, বদল ২০১১ তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা জানি।” তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পরই তুমুল সমালোচনা শুরু হয়ে রাজনৈতিক মহলে৷ সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের পক্ষ থেকেও সতর্ক করা হয় লাভলিকে৷
এখানেই শেষ নয়, লাভলি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি।’ এর পাশাপাশি, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণও করেন তিনি। তারই প্রেক্ষিতেই লাভলির (Lovely Moitra) বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
লাভলি (Lovely Moitra) আরও বলেন, ‘কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।’ তাঁর একের পর এক মন্তব্য তাঁকেই বিপাকে ফেলে দেয়।