Wednesday, December 18, 2024
Homeরাজ্যআলিপুরদুয়ার73rd Republic Day Celebration ৭৩তম প্রজাতন্ত্র দিবস, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত জেলায়...

73rd Republic Day Celebration ৭৩তম প্রজাতন্ত্র দিবস, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত জেলায় জেলায়

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : 73rd Republic Day Celebration দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার বিশিষ্টজনেরা। কোভিডবিধি মেনে এবারের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে রেড রোডে প্রদর্শিত হল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিদ বাহিনীর অবদান সম্পর্কিত ট্যাবলো। রাজ্যের পাশাপাশি জেলাগুলিতেও পালিত হল প্রজাতন্ত্র দিবস।

নদিয়া 73rd Republic Day Celebration

নদিয়ার কৃষ্ণনগরে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন করলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার ঈশানী পাল-সহ জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা। সকাল থেকেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা স্টেডিয়াম জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। করোনার বিধিনিষেধকে মান্যতা দিয়েই পালিত হল প্রজাতন্ত্র দিবস। (রিপোর্টার : সুরজিৎ দাস)

পূর্ব বর্ধমান 73rd Republic Day Celebration

গোটা দেশের সঙ্গে পূর্ব বর্ধমানেও ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। জেলার মূল অনুষ্ঠানটি হয় পুলিশ লাইনের মাঠে। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জাতীয় পতাকা উত্তোলন করেন। ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কোভিডবিধি মেনে অনুষ্ঠানের কাটছাঁট করা হয়েছে এ বছরে। (রিপোর্টার : সঞ্জিত সেন)

মালদা 73rd Republic Day Celebration

জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হল দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকাল ৯টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অলক রাজোরিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি-সহ অন্যান্য আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে কোনও বিদ্যালয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেনি। পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলান্টিয়ার, এনসিসি গ্রুপ কুচকাওয়াজে অংশ নেয়। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় আজকের অনুষ্ঠানে। (রিপোর্টার : রণজিৎ দাস)

হুগলি 73rd Republic Day Celebration

চুঁচুড়া ময়দানে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল জেলা প্রশাসনের উদ্যোগে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক পি দীপপ প্রিয়া। প্রজাতন্ত্রের কুচকাওয়াজেও অংশ নেন জেলাশাসক ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ। হুডখোলা গাড়িতে জেলাশাসক ও পুলিশ সুপার হুগলি জেলা গ্রামীণ পুলিশের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও দফতরের ট্যাবলো মাঠ প্রদক্ষিণ করে। (রিপোর্টার : পলাশ চক্রবর্তী)

জলপাইগুড়ি 73rd Republic Day Celebration

জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে ঠিক সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এরপর তিনি গান স্যালুটের মাধ্যমে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এদিন তাঁর সাথে ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত। কোভিডবিধি মেনে এবারের অনুষ্ঠান ছোট করে করল জেলা প্রশাসন। (রিপোর্টার : সুপ্রিয় বসাক)

মুর্শিদাবাদ 73rd Republic Day Celebration

রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল মুর্শিদাবাদে। বুধবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে সকাল ৯টা বেজে ৫ মিনিটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মুর্শিদাবাদ জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। এদিন পতাকা উত্তোলন শেষে জেলাবাসীর উদ্দেশে স্বাগত ভাষণ দেন জেলাশাসক। পাশাপাশি কুচকাওয়াজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল-সহ অন্যান্য আধিকারিকগণ। (রিপোর্টার : রাজীব ঘোষ)

কোচবিহার 73rd Republic Day Celebration

করোনাবিধি মেনে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবস। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কুচকাওয়াজের মধ্য দিয়ে জেলাশাসককে অভিবাদন জানালেন জেলা পুলিশ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এরপরই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো প্রদর্শন করা হয়। বিভিন্ন নাট্যসংস্থার পক্ষ থেকে অভিনীত হল নাটক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়-সহ প্রমুখ। (রিপোর্টার : অমিত সরকার)

শিলিগুড়ি 73rd Republic Day Celebration

করোনা বিধিনিষেধ মেনে শিলিগুড়ি বয়েজ হাইস্কুল মাঠে পালিত হল প্রজাতন্ত্র দিবস। ভিড় এড়াতে কম সংখ্যক লোক নিয়েই অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাস প্যাটেল। মহকুমা শাসককে গার্ড অব অনার দেন এনসিসির ক্যাডেটরা। (রিপোর্টার : প্রসেনজিৎ রাহা)

দক্ষিণ ২৪ পরগনা 73rd Republic Day Celebration

কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল ডায়মন্ড হারবার কলেজ মাঠে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন বর্ণাঢ্য কুচকাওয়াজ-সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনী হল অনুষ্ঠানে। (রিপোর্টার : শম্ভুনাথ মণ্ডল)

আলিপুরদুয়ার 73rd Republic Day Celebration

আলিপুরদুয়ার জেলাজুড়ে সাড়ম্বরে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। পাহাড় থেকে সমতল সব জায়গায় একই রকম ভাবে পালিত হল আজকের এই দিনটি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। এরপর ট্যাবলোর মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা থেকে রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শন হয়। (রিপোর্টার : অনিসা পোদ্দার)

আরও পড়ুন : Buddhadeb Bhattacharjee : পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য, পদ্মশ্রী সম্মান নিতে অস্বীকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular