Thursday, November 21, 2024
HomeHOSPITAL DEATHDeath by Bee bite, people of Durgapur in panic মৌমাছির কামড়ে মৃত্যু...

Death by Bee bite, people of Durgapur in panic মৌমাছির কামড়ে মৃত্যু , আতঙ্কে দুর্গাপুরবাসী

Death by Bee bite, people of Durgapur in panic মৌমাছির কামড়ে মৃত্যু , আতঙ্কে দুর্গাপুরবাসী

সঞ্জিত সেন, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব বর্ধমান

বাঘ সিংহ না, হাতি না, ভল্লুকও না এমনকি শিয়ালও না। ঘুম উড়িয়েছে মৌমাছি। দুর্গাপুরের বিধাননগরবাসীদের মৌমাছির আতঙ্কে দিন কাটছে। এবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত মৌমাছির দলের হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের।

Death by Bee bite, people of Durgapur in panicমৌমাছির দলের হানায় অতিষ্ট মানুষ

তিন মাস ধরে দুর্গাপুর বিওজিএল টাউনশীপ সংলগ্ন মেন রাস্তা থেকে দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয় হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত মৌমাছির দলের হানায় অতিষ্ট এলাকার মানুষ। প্রৌঢ়ের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছিলেন আরো বেশ কয়েকজন।

Death by Bee bite, people of Durgapur in panic মৌমাছির আক্রমণে জখম ৬ 

 

এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সোমবার মৌমাছির হানায় ফুলঝোড়ে। বিধাননগরের ফুলঝোড় মোড়ের কাছে মৌমাছির আক্রমণে জখম হয়েছেন ৬ জন। সোমবার ফুলঝোরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে মৌমাছির দল একজন স্কুল ছাত্রকে ধরে ফেলে, এরপর আরও পাঁচ জন গুরুতর জখম হয় মৌমাছির কামড়ে।

Death by Bee bite, people of Durgapur in panicতিতিবিরক্ত এলাকার বাসিন্দারা

মৌমাছি আতঙ্ক এখন নিত্য ঘটনা দুর্গাপুরের বিধাননগর এলাকার মানুষজনদের কাছে। তিতিবিরক্ত মানুষজন এই অবস্থার জন্য বন দফতরকে দায়ী করেছেন।

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular