অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ
Huge firearms recovered
গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, “ গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশের আধিকারিকরা ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। যার মধ্যে ৪ টি স্বয়ংক্রিয় পিস্তল,একটি শ্যুটার ফায়ার আর্মস, একটি রিভালবাল, বেশ কিছু ম্যাগাজিন এবং ৩৫ বোতল ইস্কাপ সিরাপ ও একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার ওকরাবাড়ি এলাকা থেকে পুলিশ আধিকারিকরা তাদের গ্রেফতার করেছে বলে তিনি জানান ”। পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত দুজনের বাড়ি দিনহাটায়। তাদের মধ্যে ঝন্টু হকের বাড়ি দিনহাটার দুঃখ ভোলার কুঠি এবং মিনারুল ইসলাম নামে ওপর জনের বাড়ি আলোকঝাড়ী এলাকায়।
আগ্নেয়াস্ত্র ঠিক করে দেওয়ার জন্যে ছোটো ফ্যাক্টরির রয়েছে Huge firearms recovered
এদিন জেলা পুলিশ সুপার সুমিত কুমার সাংবাদিক বৈঠকে আরো জানান,“এরা আগ্নেয়াস্ত্র এনে সেগুলো ঠিক করতো এরকম একটা বিষয় রয়েছে। মনে হচ্ছে এরা আগ্নেয়াস্ত্র পরিচালনা কিংবা ড্রাগস পরিচালনা করতো। এদের আগ্নেয়াস্ত্র এনে সেগুলোকে ঠিকঠাক করে দেওয়ার জন্যে ছোটো একটি ফ্যাক্টরির মতো রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার জানান। তিনি আরও জানিয়েছেন, এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেজন্যে ধৃত জন কে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে”।
এদিন আনুমানিক ভোর ছটা নাগাদ দিনহাটা থানার বিশেষ পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পায় একটি মোটর বাইক ওকরাবাড়ির দিক থেকে কোচবিহারের দিকে যাচ্ছে। এই খবর পেয়ে দিনহাটা থানার দুই পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বড় ফকিরটারি বাজার এলাকায় পৌঁছে গেলে তারা দেখতে পান একটি মোটর বাইক কোচবিহারের দিকে যাচ্ছে। ওই মোটরবাইক চালকরা পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাহিনী দ্রুত ওই বাইকটির সামনে পৌঁছে যায়। এর পরেই পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন তাদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী রয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।