মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা
Fox fear in Murshidabad West Bengal
বাঘ,সিংহ,হাতি নয়। এবার শিয়ালের আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসী। ইতিমধ্যে শেয়ালের অতর্কিত হানায় জখম হয়েছেন ৩ জন গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বেলডাঙ্গা এলাকায়।
শেয়ালের অতর্কিত হানায় জখম ৩ গ্রামবাসী (Fox fear in Murshidabad West Bengal)
মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত দেবপুর গ্রামে। বেশ কয়েকদিন ধরে শেয়ালের হানায় আতঙ্ক ছড়িয়েছে দেবপুর গ্রামে। আর এরই মধ্যে কয়েকজন এলাকাবাসী শেয়ালের আক্রমণে জখম হওয়ায় থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। জামাল উদ্দিন শেখ,ওসমান গনি এবং লালু মোল্লা শেয়ালের হানায় জখম হয়েছেন।গ্রামের মানুষজন প্রাথমিক চিকিতসার পর আহতদের বেলডাঙ্গা প্রাথমিক সাহায্য কেন্দ্রে পাঠিয়েছে।
খ্যাপা শেয়াল বলে মানুষের অনুমান (Fox fear in Murshidabad West Bengal)
স্থানীয় সূত্রে খবর বেলডাঙ্গা থানা এলাকায় দেবপুর গ্রামে রাতের দিকে একটি শেয়াল অতর্কিত হানা দেয় গ্রামের বিভিন্ন বাড়িতে। এইভাবে হঠাত করে শেয়ালের হানায় গ্রামবাসীরা হতভম্ব হয়ে যান। আতঙ্কে চিতকার শুরু করে দেন কেউ কেউ।
লাঠি হাতে রাত পাহারায় গ্রামবাসীরা (Fox fear in Murshidabad West Bengal)
এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামবাসীদের তাড়া খেয়ে শেয়ালটি একটি পোল্ট্রি খামারে ঢুকে পড়ে। খ্যাপা শেয়াল বলে প্রাথমিক অনুমান গ্রামবাসীদের।ইতিমধ্যে গ্রামে থমথমে পরিবেশ। লাঠি হাতে পাহারায় নেমেছেন গ্রামবাসীরা।আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন শিশু,বৃদ্ধ এবং বাড়ির মেয়েরা। একদিকে ওমিক্রন আতঙ্ক, অন্যদিকে রাত নামলেই শেয়ালের আতঙ্ক। এই পরিস্থিতিতে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেবপুর গ্রামের বাসিন্দারা।
রাজীব ঘোষ, মুর্শিদাবাদ