দেশের একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্র, কেরলের সংক্রমণ পরিস্থিতি ফের উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের।আবারও ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ। ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের বাড়ল মৃত্যু। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। উদ্বেগ বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ৮ হাজারের কাছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন।
উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন দেশের একাধিক রাজ্যে হানা দিয়েছে। কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বাংলাতেও ওমিক্রন আক্রান্ত ৭ বছরের এক বালক। এই আবহে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৭ হাজার ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৩৪৩। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জন।
উল্টোদিকে, সংক্রমণ বাড়লেও প্রতিদিন বহু মানুষ করোনামুক্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টাতেই করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৭ হাজার ৯৪৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ২৪৫ জন। ইতিমধ্যেই দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৮৭৯ জন করোনা-মুক্ত হয়েছেন। এদিকে, করোনায় লাগাম টানতে এগোচ্ছে টিকাকরণ কর্মসূচিও। বুধবার পর্যন্ত দেশে ১৩৫ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ৯৮৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও চরিত্র বদলে থাবা বসাচ্ছে ভাইরাস। তাতেই বাড়ছে উদ্বেগ। এমনকী আগামিদিনে টিকা কার্যকরী নাও হতে পারে বলে মনে করছেন ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডা. ভি কে পল। দিন কয়েক আগেই তিনি বলেন, ”ওমিক্রন যেভাবে রূপ ও চরিত্র বদলাচ্ছে তাতে পরিস্থিতির উপর নজর রেখে মনে হচ্ছে ভ্যাকসিন কার্যকরী নাও হতে পারে।”
করোনার টিকাকে আরও বশি উপযোগী করে তুলতে উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন তিনি। অন্যদিকে, দেশে ওমিক্রন ঢুকে পড়ায় উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ চালু করা নিয়েও পুরোদমে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।