সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: 50 years of ISKCON মায়াপুরে রেখে যাওয়া মুখ্যমন্ত্রীর উপহারস্বরূপ রাধা মাধবের বিগ্ৰহের মহা অভিষেক হবে এবারের গৌর পূর্ণিমা উৎসবের দিন নদিয়ার মায়াপুর ইসকনে। প্রসঙ্গত ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীর হাতে উপহারস্বরূপ রাধা মাধবের দুটি বিগ্রহ তুলে দিয়েছিলেন ইসকন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিগ্রহ দুটি ইসকনেই রেখে পূজা অর্চনা করতে বলেছিলেন। সেইমতো ইসকনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী রেখে যাওয়া রাধা মাধবের বিগ্রহের মহা অভিষেক হবে এবারে পৃথক একটি মঞ্চে।
দোল পূর্ণিমার দিন মহা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও স্থানীয় জনপ্রতিনিধি সকলে।
আজ মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া বিগ্রহকে সাজিয়ে তোলা হয়েছে। এই বিগ্রহ দুটি মায়াপুর ইসকন মন্দিরের নতুন মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে হাতে মন্দিরে নিয়ে গিয়ে এই বিগ্ৰহের প্রতিষ্ঠা করবেন বলে ইসকন সূত্রে খবর।
50 years of ISKCON
Published by Subhasish Mandal