সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: পঞ্চায়েত সমিতির শাসক, বিরোধী এক দলে। এবার বিজেপি ছেড়ে পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা -সহ প্রায় ৩০০টি পরিবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা-সহ প্রায় ৩০০টি পরিবার মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।
300 BJP workers join TMC at Binnaguri বিন্নাগুড়িতে বড়সড় ভাঙন বিজেপিতে
রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক এবং তৃণমূল নেতা গৌতম দেবের হাত ধরে বিন্নাগুড়িতে আয়োজিত একটি সভায় এই যোগদান কর্মসূচি চলে। বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য উমেশ যাদব একাধিক নেতৃত্বকে সাথে নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন এদিন। নবাগতদের দলের স্বাগত জানান মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ এলাকার উন্নয়নের পরিকল্পনায় তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবি যোগদানকারী বিজেপি কর্মীদের। এই ভাবে এক ঝাঁক নেতাকর্মী এইভাবে দলত্যাগ করায় বিজেপির অস্তিত্ব সংকটে বলে অ্যাখায়িত করেন মন্ত্রী বুলু চিক বরাইক।
Published by Subhasish Mandal