Friday, November 22, 2024
Homeরাজ্যCM on Deucha pachami: দেউচা পচামি কয়লা খনি প্রকল্পে এক লক্ষ কর্মসংস্থান...

CM on Deucha pachami: দেউচা পচামি কয়লা খনি প্রকল্পে এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, আগামী ১০০ বছরে বিদ্যুতের অভাব হবে না : মুখ্যমন্ত্রী

 ইন্ডিয়া নিউজ বাংলা

CM on Deucha pachami

কলকাতা :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন যে সরকার দেউচা পচামি কয়লা খনির প্রকল্পে যারা জমি দান করছেন তাদের ক্ষতিপূরণে রদবদল করেছে। জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। বীরভূম জেলায় ৩৫,০০০ কোটি টাকার কয়লা প্রকল্পটি দেশের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনির রূপ নেবে।

আগামী ১০০ বছরের জন্য কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা যাবে CM on Deucha pachami

মুখ্যমন্ত্রী বলেন, কেউ জমি দিতে না চাইলে জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে এর জন্য চিহ্নিত এলাকায় যারা বাস করেন তাদেরও ক্ষতিপূরণ এবং সহায়তা দেওয়া হচ্ছে।তিনি বলেন যে এই প্রকল্পটি আগামী ১০০ বছরের জন্য কম খরচে বিদ্যুৎ সরবরাহ করে রাজ্যের কর্মসংস্থানকে বাড়িয়ে তুলবে। মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য সরকার এই খনির প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মন্ত্রিসভার বৈঠকে পাঁচ হাজার একশো পদ তৈরি করা হচ্ছে। এর সঙ্গে মহিলাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক প্রকল্প নেওয়া হবে।’’ পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা পরিবেশবিদরা ভাবছেন তাঁদের উদ্দেশ্য মুখ্য়মন্ত্রী বলেন, ‘‘পরিবেশের ক্ষতি করে কোনও কিছু করা হবে না। ইকো প্ল্যান্ট তৈরি করা হবে। প্রকল্পের ক্ষেত্রে পরিবেশের প্রসঙ্গটি গুরুত্ব দিয়েই দেখছে রাজ্য সরকার।’

দেউচা কোয়েল মাইনিং প্রকল্পে জোর করে জমি অধিগ্রহণ করা হবে না CM on Deucha pachami

download

 

মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেন , ‘‘জমির দামের চেয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি তৈরির জন্য পাঁচশোর বদলে সাতশো বর্গফুট জমি দেওয়া হবে। যাঁরা বাড়ি নেবেন না তাঁদের বাড়ি তৈরির অর্থ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা করা হবে। এ ছাড়া এককালীন দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। খাদান মালিকদের জন্যও ক্ষতিপূরণের প্যাকেজ দেওয়া হবে।’’

দেড় লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি CM on Deucha pachami

সরকার ক্ষতিপূরণের আরও একটি অংশ ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করেছে। দ্বিবেদী বলেছিলেন যে যিনি জমি হারাবেন তাদের দুই শতাংশ ক্ষতিপূরণ, ১০০ শতাংশ পূর্ণবাসন এবং স্থানান্তর ব্যয় হিসাবে এক লক্ষ টাকা দেওয়া হবে। দ্বিবেদী বলেন যে জমি হারিয়েছে এমন পরিবারের যোগ্য সদস্যদের কনস্টেবল বা গ্রুপ সি কর্মচারীদের মতো আরও ভাল চাকরি দেওয়া হবে।

CM on Deucha pachami

আর ও পড়ুন Suvendu vs Police শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুভেন্দুর

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular