MLA inspect Ganges River bank erosion গঙ্গা ভাঙন পরিদর্শনে শান্তিপুরের বিধায়ক
সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: সংবাদ মাধ্যমের খবরের জের, গঙ্গা ভাঙন পরিদর্শনে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী
ইন্ডিয়া নিউজ বাংলায় গঙ্গা ভাঙনের খবর দেখানোর পর, এই খবরের জেরে নড়েচড়ে বসেন বিধায়ক। গঙ্গার পারগুলির ফাটল পরিদর্শনে গেলেন বিধায়ক। গতকাল শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট ও গোবর চোর এলাকায় গঙ্গার পারগুলিতে নতুন করে ফাটল দেখা দেয়, যার কারণে আবারও মাথার ঘুম উড়ে যায় গঙ্গার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের।
গতকাল এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মঙ্গলবার সকালে ওই এলাকায় গঙ্গার ফাটল পরিদর্শনে যান তিনি, খতিয়ে দেখেন গঙ্গার পারগুলির ফাটল। ফাটল পরিদর্শনের মধ্যে দিয়ে বিধায়ক জানান এর আগে মুখ্যমন্ত্রীর কাছে তিনি শান্তিপুরের সবথেকে বড় সমস্যা গঙ্গা ভাঙ্গন, তা তুলে ধরেছিলেন। সেইমতো মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি দেখে দেবেন। কিন্তু ধাপে ধাপে যেভাবে গঙ্গার তীরবর্তী এলাকায় এবং গঙ্গার পারগুলিতে ফাটল দেখা দিচ্ছে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে ওই এলাকার মানুষের মধ্যে।
গঙ্গার তীরবর্তী এলাকার মানুষের দাবি, অবিলম্বে প্রশাসন যেন গঙ্গার পারগুলি পাকাপোক্তভাবে বাঁধানো ব্যবস্থা করে।
না হলে আগে যেমন বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে তেমন ভিটে বাড়ি ছাড়া হতে হয়েছে বহু পরিবারকে না হলে আবারও বিপদের আশংকা তারা দেখতে পাচ্ছেন। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাদের পাশে সবসময় থাকবে বলে জানান, এবং দ্রুততার সাথে গঙ্গার ভাঙন যেন রোধ করা যায় সেই নিয়ে উচ্চতর প্রশাসনের সাথে কথা বলবেন।
Published by Samyajit Ghosh