Wisden’s all time Indian ODI team উইজডেনের সর্বকালের সেরা ভারতীয় একদিনের একাদশে সৌরভ- বিরাট এক দলে, নেতা কে জানুন
ইন্ডিয়া নিউজ বাংলা: উইজডেন সর্বকালের ভারতীয় সেরা ওয়ান ডে একাদশ বেছে নেওয়ার পর বেশ কিছু চমকপ্রদ নাম দেখা গেল। এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত দুটি নাম সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলি। এই দুজনের সম্পর্কে এখন যথেষ্ট শীতলতা। কিন্তু উইজডেন সর্বকালের ভারতীয় একদিনের একাদশে সৌরভ গঙ্গুলির পাশাপাশি রয়েছেন বিরাট কোহলি। দেখুন উইজডেনের নির্বাচিত ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দলে কারা জায়গা পেলেন। দলের অধিনায়ক কে হলেন।
রোহিত শর্মা: ৪৮.৯৬ গড়ে ৯২০৫ রান। ২৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ২৬৪।
সচিন তেন্ডুলকর: ৪৪.৮৩ গড়ে ১৮৪২৬ রান। ৪৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে অপরাজিত ২০০ রানের।
সৌরভ গাঙ্গুলি: ৪০.৯৫ গড়ে ১১২২১ রান। ২২টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ১৮৩ রান।
বিরাট কোহলি: ৫৮.৫৩ গড়ে ১২২৯৩ রান। ৪৩টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে ১৮৩ রানের।
যুবরাজ সিং: ৩৬.৪৭ গড়ে ৮৬০৯ রান। ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫০ রানের। বল হাতে যুবরাজ ৩৮.৪২ গড়ে ১১০টি উইকেট নিয়েছেন। ১ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট।
মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার): ৫০.২৩ গড়ে ১০৫৯৯ রান। ৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে অপরাজিত ১৮৩ রানের।
Wisden’s all time Indian ODI team
কপিল দেব (অধিনায়ক): ২৩.৭৯ গড়ে ৩৭৮৩ রান। ১টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৭৫ রানের। বল হাতে কপিল ২৭.৪৫ গড়ে ২৫৩টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। সেরা বোলিং ৪৩ রানে ৫ উইকেট।
হরভজন সিং: ৩৩.৪৭ গড়ে ২৬৫টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট।
জাহির খান: ৩০.১১ গড়ে ২৬৯টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। সেরা বোলিং ৪২ রানে ৫ উইকেট।
উইজডেনের সর্বকালের সেরা ভারতীয় একদিনের একাদশে সৌরভ- বিরাট এক দলে
অনিল কুম্বলে: ৩০.৮৩ গড়ে ৩৩৪টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং ১২ রানে ৬ উইকেট
জাভাগাল শ্রীনাথ: ২৮.০৮ গড়ে ৩১৫টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং ২৩ রানে ৫ উইকেট।
সন্দেহ নেই এই দলের ১১ জন ক্রিকেটারই এক- একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। তাই এই দল যদি মাঠে নামি বিপক্ষ সাবধান।
Published by Samyajit Ghosh