U19 WC: Pak demolish PNGN ৩-২-৪-৭-৪-০-০-০-০-০ প্রতিপক্ষ ব্যাটারদের এভাবেই অল আউট করলো পাকিস্তান
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: ৩-২-৪-৭-৪-০-০-০-০-০- কোন ফোন নম্বর নয়, পাপুয়া নিউগিনি ব্যাটারদের স্কোর। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাপুয়া নিউগিনি। দুই নম্বর ব্যাটসম্যান থেকে শুরু করে বাকিদের প্রত্যেকের স্কোর লাইন এটা। একমাত্র ক্রিস্টোফার কিলাপাট দুই অঙ্কের ঘরে রান করেছেন। তাঁর স্কোর ১১।
পাকিস্তান বোলারদের দাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একেবারে খড়কুটোর মতোই উড়ে গেল পাপুয়া নিউগিনি। মাত্র ৫০ রানেই অলআউট হয়ে গেল তারা। মোহম্মদ শেহজাদ ৫ উইকেট নিলেন। ৩ উইকেট নিলেন আহমেদ খান। আর পাক বোলারদের দাপটে লজ্জাজনক ভাবে হারল পাপুয়া নিউগিনিটসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাপুয়া নিউগিনি। প্রথমে ব্যাট করতে নেমেই যেন পাক বোলারদের ঝড়ে উড়ে গেল তারা।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। মুহম্মদ শেহজাদ ৫ উইকেট নিলেও, ব্যাট হাতে শূন্যরানে সাজঘরে ফেরেন তিনি। তবে ১ উইকেট হারিয়ে ১২ ওভারে ৫১ রান করে পাকিস্তান। খুব সহজেই তারা ৯ উইকেটে ম্যাচ জিতে যায়।