U19 WC: India in Final অধিনায়ক যশ ধুল ভারতকে টানা চতুর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন
ইন্ডিয়া নিউজ বাংলা: অধিনায়ক যশ ধুল ভারতকে টানা চতুর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন। রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন ভারত শনিবার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে।
অসবোর্নে সেমিফাইনালে অধিনায়ক যশ ধুল তার প্রতিভার ছাপ রেখে দিয়ে দুর্দান্ত অধিনায়কোচিত শতরানে একার কাঁধেই ভারতকে তার টানা চতুর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তুলে দিলেন।
এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্ব চলাকালীন করোনা হানা দেয় ভারতীয় শিবিরে। প্রথম দলের বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়াই নামতে হয়েছিল ভারতকে। করোনা সারিয়ে ওঠার পর ধুলরা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন কিনা,তানিয়া সংশয় ছিল । এই পরিস্থিতিতে পরপর দুটো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠল ভারত। প্রথমে কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দেয়। বুধবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারতের জুনিয়ররা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৯০/৫ করে। অধিনায়ক ধুল ১১০ বলে ১১০ রানের দায়িত্বশীল এবং পরিণত ইনিংস খেললেন। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি করার নজিরও গড়লেন তিনি। যোগ্য সঙ্গ দেন সহঅধিনায়ক শেখ রশিদ। সহ-অধিনায়ক শেখ রশিদ একটু জন্য শতরান হাতছাড়া করেন। ৯৪ রনির অনবদ্য ইনিংস খেলেন এবং তার অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে জয়ের ভিত গড়ে দেন। তবে প্রথম ব্যাট করে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল ভারত । এরপরই ধুল আর রশিদ হাল ধরেন । দু’জনে মিলে ২০৪ রানের পার্টনারশিপ করেন। শেষদিকে দীনেশ বানা ৪ বলে ২০ রানের ইনিংস খেললেন।
ব্যাটারদের মতো বোলাররাও ভাল বোলিং করলেন। ২৯১ রানের পাহাড় টপকাতে আজি ব্যাটসম্যানরা চাপে পড়ে যায়। যার ফলে ফাইনালে উঠতে ভারতের কোনও সমস্যাই হয়নি। শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে রেখেছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। বিশেষ করে স্পিনাররা। ভারতীয় স্পিনারদের সামনে কোনও অজি ব্যাটারই সেভাবে সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়া ৪১.৫ ওভারে১৯৪ অলআউট হয়ে যায়। ভিকি অস্তওয়াল তিন উইকেট নেন। নিশান্ত সিন্ধু, ও বাংলার রবি কুমার দুটো করে উইকেট পান। এই নিয়ে রেকর্ড আটবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। শেষ চার বিশ্বকাপেরই ফাইনাল খেলছে ভারত। আটবারের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুব দল। ২০১৮ সালে শুভমন গিলদের নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার স্বপ্ন দেখাচ্ছেন যশ ধূলরা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। যারা প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।
WHAT. A. PERFORMANCE! ? ?
India U19 beat Australia U19 by 9⃣6⃣ runs & march into the #U19CWC 2022 Final. ? ? #BoysInBlue #INDvAUS
This is India U19's 4th successive & 8th overall appearance in the U19 World Cup finals. ?
Scorecard ➡️ https://t.co/tpXk8p6Uw6 pic.twitter.com/tapbrYrIMg
— BCCI (@BCCI) February 2, 2022
Published by Samyajit Ghosh