পার্থে রেকর্ড জয় ভারতের৷ প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে (IND vs AUS) হারিয়ে পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে এল টিম ইম্ডিয়া। অস্ট্রেলিয়া নেমে গেল দ্বিতীয় স্থানে!
ইতিহাস রচনা ভারতের
এতদিন পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে অপরাজিত ছিল অজিরা৷ কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিল ভারত৷ ৫৩৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৮ রানে গুটিয়ে গেল৷ ২৯৫ রানে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ভারত (IND vs AUS) নিজের হাতে করে নিল৷
প্রসঙ্গত, ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাঠে রানের ভিত্তিতে বললে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। তবে এবার সেই জয়কেও টপকে গেল ভারত৷
আরও পড়ুন: Cristiano Ronaldo: ১ বিলিয়ন ফলোয়ার্স! সোশ্যাল মিডিয়ায় ইতিহাস সৃষ্টি রোনাল্ডোর
দ্বিতীয় ইনিংসে কোহলি-যশস্বীর অপ্রতিরোধ্য় সেঞ্চুরি আর বুমরাহের দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া থেমে যেতে বাধ্য় হল। এদিন বর্ডার গাভাসকর ট্রফির (IND vs AUS) প্রথম টেস্টে জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সবার প্রথমে নাম উঠে এল ভারতের৷