Tuesday, January 7, 2025
HomeBreakingBorder-Gavaskar Trophy: নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেই বাদ গাওস্কর!

Border-Gavaskar Trophy: নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেই বাদ গাওস্কর!

সিরিজ শুরু হয়েছিল বিতর্ক দিয়ে, চলাকালীনও বিতর্ক চলে, আবার সিরিজ (Border-Gavaskar Trophy) শেষও হল সেই বিতর্ক দিয়েই৷ আর শেষ বিতর্কের সূত্রপাত ঘটল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে৷ নিজের নামে ট্রফি, অথচ উপস্থাপনা থেকেই বাদ পড়লেন সুনীল গাওস্কর! এদিন বর্ডার-গাওস্কর ট্রফি যেন কার্যত অ্যালান বর্ডার ট্রফি হয়ে উঠল! যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷

কী বলেছেন তিনি?

এই গোটা ঘটনায় হতাশ সুনীল গাওস্কর। তিনি বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।”

আরও পড়ুন: Santosh Trophy: ভারতসেরা সন্তোষ জয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) গেল অস্ট্রেলিয়ার দখলে। রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায়। ১৫৭ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস৷। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। ১-৩ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় ভারতের৷

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে এই প্রথমবার উঠল বর্ডার-গাওস্কর ট্রফি। সিরিজের সেরা হলেন জসপ্রীত বুমরাহ। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্কট বোল্যান্ড।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular