সিরিজ শুরু হয়েছিল বিতর্ক দিয়ে, চলাকালীনও বিতর্ক চলে, আবার সিরিজ (Border-Gavaskar Trophy) শেষও হল সেই বিতর্ক দিয়েই৷ আর শেষ বিতর্কের সূত্রপাত ঘটল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে৷ নিজের নামে ট্রফি, অথচ উপস্থাপনা থেকেই বাদ পড়লেন সুনীল গাওস্কর! এদিন বর্ডার-গাওস্কর ট্রফি যেন কার্যত অ্যালান বর্ডার ট্রফি হয়ে উঠল! যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷
কী বলেছেন তিনি?
এই গোটা ঘটনায় হতাশ সুনীল গাওস্কর। তিনি বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।”
আরও পড়ুন: Santosh Trophy: ভারতসেরা সন্তোষ জয়ীদের জন্য ৫০ লক্ষ টাকা, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) গেল অস্ট্রেলিয়ার দখলে। রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায়। ১৫৭ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস৷। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। ১-৩ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় ভারতের৷
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে এই প্রথমবার উঠল বর্ডার-গাওস্কর ট্রফি। সিরিজের সেরা হলেন জসপ্রীত বুমরাহ। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্কট বোল্যান্ড।