Sourav Ganguly’s daughter test positive along with 3 family members ফের দুঃসংবাদ সৌরভ গাঙ্গুলির পরিবারে, সৌরভের কন্যা সানা করোনা আক্রান্ত
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ, বাংলা: ফের একবার দুঃসংবাদ সৌরভ গাঙ্গুলির পরিবারের। এবার সৌরভের কন্যা সানা গাঙ্গুলি করোনা আক্রান্ত। একইসঙ্গে একইসঙ্গে বাড়ি আরো তিন সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে । এর মধ্যে রয়েছে সৌরভের কাকা এবং খুড়তুতো ভাই । চিকিৎসক ডক্টর সপ্তর্ষি বসু পরামর্শ দিয়েছেন এখন আইসোলেশনে থাকতে হবে সকলকেই । সেইসঙ্গে সেই সঙ্গে ওষুধপত্র ও করোনা বিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য ডিসেম্বরের শেষ সপ্তাহে সৌরভের ও ধরা পড়ে চারদিকে হাসপাতালে কাটাতে হয় পরে রিপোর্টে দেখা যায় সৌরভের ডেল্টা ভেরিয়েন্ট ধরা পড়েছে। তবে 31 শে ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ । তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।