Sir Ian Botham test positive, করোনা আক্রান্ত স্যার ইয়ান বোথাম, অ্যাশেজ সিরিজে ফের করোনা আতঙ্ক
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ, বাংলা: স্যার ইয়ান বোথাম এবার করোনা আক্রান্ত। চলতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ চলার মধ্যেই এই খবর পাওয়া গেছে । খবরটি জানিয়েছেন তার সতীর্থ ধারাভাষ্যকার এবং ক্রীড়া জীবনের সতীর্থ ডেভিড গাওয়ার। যদিও গাওয়ার মজার ছলেই বলেছেন বোথামের কাছে এসব তুচ্ছ ব্যাপার, একটু রেড ওয়াইন খেলে ঠিক হয়ে যাবে।
তবে এই সিরিজে শুধু ধারাভাষ্যকাররা নন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও করোনা আক্রান্ত হয়েছেন।ইংল্যান্ডের কোচ পেস বোলিং কোচ, স্পিন বোলিং মেন্টর এবং শক্তি ও কন্ডিশনিং কোচ আক্রান্ত। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে তৃতীয় টেস্টে খেলতে পারছেন না।