সাম্যজিৎ ঘোষ, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : এসসি ইস্টবেঙ্গল শনিবার নতুন কোচের নাম ঘোষণা করল। নতুন কোচ হলেন স্পেনের মারিও রিভেরা। এর আগে কোয়েসের সময় ২০১৮ সালে আলেসান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে লাল-হলুদে এসেছিলেন তিনি। লাল-হলুদের বিনিয়োগকারী কোয়েসের সময় আলেসান্দ্রো মেনেন্দেসের সহকারী হিসেবে ৩২টি ম্যাচে কাজ করেছেন মারিও রিভেরা।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/01/index-2.jpg)
East Bengal new coach Rivera ইস্টবেঙ্গলের কোচ হয়ে ফিরে এলেন রিভেরা
সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন কোচের ভিসা হয়ে গিয়েছে। তিনি সরাসরি গোয়ায় পৌঁছে যাবেন। তবে এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ। কারণ আইএসএলের নিয়ম মেনে তাঁকে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে। ততদিন কোচিং করাবেন রেনেডি সিং। গত কয়েক দিন ধরে অপসারিত কোচ দিয়াজের পরিবর্ত হিসেবে কাজ করছিলেন রেনেডি।
——-
Published by Subhasish Mandal