S Africa beat India দুরন্ত দক্ষিণ আফ্রিকা, কোহলি-বুমরাহদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাভূমা-রা
ইন্ডিয়া নিউজ বাংলা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে পর্যুদস্ত হল টিম ইন্ডিয়া। প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ২৯৬ রান তোলে। রাসী ভ্যন্ডার ডুসেনের দুরন্ত ১২৯ এবং অধিনায়ক তেম্বা বাভূমার ধৈর্যশীল ১১০ রানের ইনিংস ২৯৬ রানের পাহাড়ে তুলে দেয় দক্ষিণ আফ্রিকাকে। ভারতীয় বোলারদের মধ্যে কেউ দাঁড়াতে পারেননি। বুমরাহ চেষ্টা করলেও বাকিরা হতাশ করেছেন। বিশেষ করে শার্দুল ঠাকুর ও যযুবেন্দ্র চাহল।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কে এল রাহুল শুরুতে ফিরে যান। ১২ রান করে মাত্র। তাকে আউট করেন অনিয়মিত বোলার আইডেম মার্ক্মম। এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলি হাল ধরেন। শিখর ধাওয়ান অনেকদিন পর একদিনের দলে ফিরে এসে যথেষ্ট ভালো খেলেছিলেন। কিন্তু কেশব মহারাজের একটি অনবদ্য ডেলিভারিতে বোল্ড আউট হয়ে ফিরে যান। এরপর একদিনের ক্রিকেটে নেতৃত্ব হারানো বিরাট কোহলি চেষ্টা করেছিলেন কিন্তু ৫১ রানের বেশি করতে পারেননি। অথচ এরপর শ্রেয়াস আইয়ার এর উপরে ব্যাট করতে পাঠানো হয় ঋষভ পন্তকে। ঋষভ এদিন ব্যর্থ । তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতেই থাকবে। এরপর শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার চাপে পড়ে যান । শেষদিকে শার্দুল ঠাকুরের পাল্টা আক্রমণ নির্ভর করে অর্ধশতরান কাজে আসেনি।
দক্ষিণ আফ্রিকার বোলাররা শেষদিকে আঁটোসাঁটো বোলিং করে ভারতীয় ব্যাটারদের সুযোগ দেননি। ফলে ২৬৫ রানেই থেমে যায় ভারতের ইনিংস । প্রথম ম্যাচে ৩১ রানে জিতে আত্মবিশ্বাস জোগাড় করে রাখলেন প্রোটিয়ারা। অধিনায়ক রাহুল প্রথম ম্যাচটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন।
Published by Samyajit Ghosh