Sunday, September 8, 2024
HomeFootballRonaldo hattrick record  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন রেকর্ডের দিনে হ্যাটট্রিক করে জেতালেন দলকে

Ronaldo hattrick record  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন রেকর্ডের দিনে হ্যাটট্রিক করে জেতালেন দলকে

 

সাম‍্যজিৎ ঘোষ,ইন্ডিয়া নিউজ বাংলা: চোট কাটিয়ে মাঠে নেমেই চিরচেনা রূপে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালডো। অসাধারণ এক হ্যাটট্রিক করার পথে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের ‘সর্বশেষ রেকর্ডটাও’ ভেঙে দিলেন পর্তুগিজ তারকা। প্রিমিয়ার লিগের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ টেবিলে চার নম্বরে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও পরে আর্সেনাল তাদের ম্যাচ জিতে ইউনাইটেডকে টপকে যায়।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রালফ রাংনিকের দল।
প্রথম দুবার রোনালডো ইউনাইটেডকে এগিয়ে দেওয়ার পর প্রতিবারই সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলে টটেনহ্যাম। শেষ দিকে সেই রোনালডোই গড়ে দেন পার্থক্য।

Ronaldo hat trick record    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন রেকর্ডের দিনে হ্যাটট্রিক করে জেতালেন দলকে

দুই ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ইউনাইটেড। গত  ম‍্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে ৪-১ গোলে হারের আগে ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। নিতম্বের চোটে সিটির মাঠে খেলতে পারেননি রোনালডো। এবার তিনিই দলের জয়ের নায়ক।
দ্বাদশ মিনিটে রোনালডোর চমৎকার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রেদের ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ২৫ গজ দূর থেকে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের শটে ওপরের কোণা দিয়ে বল জালে আশ্রয় নেয়।
অষ্টাদশ মিনিটে টটেনহ্যামের বেন ডেভিস বল ইউনাইটেডের জালে পাঠালেও গোল মেলেনি, পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। ২৬তম মিনিটে দিয়োগো দালোতের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে ইউনাইটেড। কর্নারে কাছ থেকে এরিক ডায়ারের হেড গোললাইন থেকে হেডেই ফেরান পর্তুগিজ ডিফেন্ডার।
৩৫তম মিনিটে আর রক্ষা হয়নি ইউনাইটেডের। সফল স্পট কিকে সমতা ফেরান হ্যারি কেইন। ডি-বক্সে দেজান কুলুসেভস্কির ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডার আলেক্স তেলেসের হাতে লাগলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
লিড পুনরুদ্ধার করতে ইউনাইটেডের লাগে স্রেফ তিন মিনিট। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে জেডন স্যানচো বল বাড়ান ছয় গজ বক্সের মুখে। প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক রোনালডো।

Ronaldo hat trick record

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালডোর এটি ৮০৬তম গোল।
ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের অনেক আগেই পেছনে ফেলেছেন রোনালডো। তারপরও ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিয়ে ছোট্ট একটা বিতর্ক ছিলই।

আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বিকানের গোল ৮০৫টি। এবার তাকেও ছাড়িয়ে গেলেন রোনালডো।

Ronaldo hat trick record   

৩৭ বা এর বেশি বয়সী তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে একাধিক গোল করলেন রোনালডো। আগের দুজন টেডি শেরিংহাম (একবার) ও গ্রাহাম অ্যাকেজ্যান্ডার (দুবার)।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কমে আসে কিছুটা। ৭২তম মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে টটেনহ্যাম। সফরকারী দলের ডিফেন্ডার সের্হিও রেগিলনের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান ইউনাইটেড ডিফেন্ডার।
তিন মিনিট পর দূর থেকে চেষ্টা করেন রোনালডো। তার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক উগো লরিস।
ইউনাইটেড শিবিরে তখন পয়েন্ট হারানোর শঙ্কা, এরপরই ৮১তম মিনিটে আরেকবার রোনালডোর ঝলক। কর্নারে হেডে সবচেয়ে উঁচু লাফিয়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলকে জেতান।

২০০৮ সালের জানুয়ারির পর ইউনাইটেডের জার্সিতে হ্যাটট্রিক করলেন রোনালডো। সেবার নিউক্যাসলের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে তিনটি করেছিলেন তিনি।

Ronaldo hat trick record    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন রেকর্ডের দিনে হ্যাটট্রিক করে জেতালেন দলকে

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালডোর হ্যাটট্রিক হল ৫৯টি। ক্যারিয়ার গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৭টি।
এবারের লিগে তার গোল হল ১২টি।
প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল ইউনাইটেড। এর মধ্যে ২৩টি টটেনহ্যামের বিপক্ষে, এটিও রেকর্ড।

আগামী মঙ্গলবার এই মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নামবে রোনালডোরা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে এই জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে ম্যানচেস্টারের দলটির। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

আরেক ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারানো লিভারপুল ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular