Tuesday, December 24, 2024
HomeBreakingRohit Sharma: ভারতীয় শিবিরে আতঙ্ক! অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা

Rohit Sharma: ভারতীয় শিবিরে আতঙ্ক! অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা

বক্সিং ডে টেস্টের ফের চোট নিয়ে আশঙ্কা ভারতীয় শিবিরে! এবার অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত লাগে ভারত অধিনায়কের। অনেকক্ষণ হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা যায় তাঁকে। এর আগে শনিবার অনুশীলনে হাতে চোট পান লোকেশ রাহুলও।

Injury scare for Rohit Sharma after blow to knee in Melbourne nets
Injury scare for Rohit Sharma after blow to knee in Melbourne nets

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, রবিবার সকালে মেলবোর্নে অনুশীলনের করছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), তখনই একটা বল তাঁর হাঁটুতে লেগে যায়। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে যান রোহিত। হাঁটুতে আইস ব্যাগ লাগাতে দেখা যায় রোহিতকে।

আরও পড়ুন: PV Sindhu: ডিসেম্বরেই বিয়ে অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধুর! পাত্র কে জানেন?

তবে আশা করা হচ্ছে, বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনও হাতে কয়েকদিন সময় রয়েছে, আর আহত হলেও রোহিতের (Rohit Sharma) হাঁটা-চলায় কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি, তাই চোট গুরুতর না হলে মেলবোর্নে রোহিতের খেলার ক্ষেত্রে কোনও বাধা আসবে না৷

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও চেনা ফর্মে নিজের সেরাটা তুলে ধরতে পারেননি রোহিত (Rohit Sharma)। ২টি ম্যাচের ৩টি ইনিংসে ব্যাট করে মাত্র ১৯ রান রয়েছে তাঁর সংগ্রহে। রানের গড় ৬.৩৩। এছাড়া দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে পার্থ টেস্টেও ছিলেন না তিনি৷ একাংশের মতে, সব মিলিয়ে একটা আশঙ্কা রয়েই গিয়েছে তাঁর ফর্ম নিয়ে!

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular