সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : জাতীয় জুনিয়র ভলিবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা। বর্ধমানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে তামিলনাড়ুকে স্ট্রেট সেটে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় হাসিল করে বাংলার মহিলা দল।
National Junior Volleyball championship জাতীয় জুনিয়র ভলিবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা
আরও পড়ুন : Know The Tradition Of Celebrating New Year 1582 নতুন বছর উদযাপন শুরু হল ১ জানুয়ারি থেকে
বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে ২৫ ডিসেম্বর শুরু হয় জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ। অরবিন্দ স্টেডিয়াম ছাড়াও বর্ধমানের শাকারিপুকুর অগ্রদূত সংঘের মাঠে খেলা হয়। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলার মেয়েরা। গ্রুপ পর্যায় থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল প্রত্যেকটা খেলাতেই বিপক্ষকে পরাজিত করে বাংলার মেয়েরা। কোনও ম্যাচ না হেরেই ফাইনালে ফেভারিট হিসাবে শুরু করেছিল শ্রেয়সী ঘোষরা। ফাইনালে ২৫-২২, ২৫-১৭, ২৫-১৮ ব্যবধানে তামিলনাড়ুকে পরাস্ত করে তারা। মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত দলের কোচ কৌশিক সুর। বাংলার মেয়েদের হয়ে গলা ফাটাতে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ।
———-
Published by Julekha