Nadal wins 21st Grand Slam ২১ পৌঁঁছলেন ৩৫এর নাদাল, অস্ট্রেলিয়ান ওপেন জিতে পেছনে ফেললেন ফেডেরার জকোভিচকে
ইন্ডিয়া নিউজ বাংলা: দুই সেট পিছিয়ে থেকে প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৫ ঘণ্টা ২৪ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে রাফায়েল নাদাল পরাস্ত করলেন দানিল মেদভেদেভকে।
মাস দুয়েক আগেও ক্রাচে ভর দিয়ে হাঁটছিলেন। ভেবেছিলেন টেনিস আর খেলতে পারবেন না কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে এই টুর্নামেন্ট খেললেন। ফাইনালের আগে কে প্রথম ২১ তম গ্র্যান্ডস্লামে পৌঁছবেন সেই লড়াইটাই ছিল নাদাল-ফেডেরার,জকোভিচের মধ্যে। ফেডোরার চোটের জন্য বাইরে। জকোভিচ নাটকীয় ভাবে জানতে পারলেন, করোনা ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়া সরকারের বিধানে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না । সুযোগ পেয়ে গেলেন নাদাল। কিন্তু লড়াই করে জিততে হলো ২১ তম গ্র্যান্ডস্লাম। বিপক্ষে রুশ তারকা দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ মরণপণ লড়াই করলেন ফাইনালে। প্রথমে দুটি সেট জিতে এগিয়ে যান। কিন্তু এরপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন নাদালের।
ম্যাচের ফল নাদালের পক্ষে ২-৬, ৬-৭(৫), ৬-৪, ৬-৪, ৭-৫ । নাদালের একুশতম খেতাব জয়ের পর তার চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার টুইট করে অভিনন্দন জানিয়েছেন, বলেছেন নাদালের এই জয় তাকেও অনুপ্রেরণা যোগাবে।
২০০৯ সালের পর ১৩ বছর বাদে এবার অস্ট্রেলীয় খেতাব জিতলেন নাদাল। ক্যারিয়ারের ২৯ তম ফাইনালে ২১তম জয়। অতীতে একাধিক চোটে র সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে রয়েছে তার হাঁটু নিয়ে উদ্বেগ এবং মুলার-ওয়েইস রোগের সাথে লড়াই, যা পায়ের মাঝখানে দীর্ঘস্থায়ী ব্যথা সৃষ্টি করে। এই বছরের শুরুতে তার পায়ে চিকিৎসা করা হয়েছিল এবং ডিসেম্বরের শেষের দিকে তিনি COVID-19 আক্রান্ত হয়েছিলেন।
Another chapter is written ?@RafaelNadal defeats Daniil Medvedev 2-6 6-7(5) 6-4 6-4 7-5 to win his second #AusOpen title in an epic lasting five hours and 24 minutes.
⁰
?: @wwos • @espn • @eurosport • @wowowtennis #AO2022 pic.twitter.com/OlMvhlGe6r— #AusOpen (@AustralianOpen) January 30, 2022
তবে দানিল মেদভেদেভকে নিয়ে প্রশংসা করলেন নাদাল। তার জীবনের অন্যতম সেরা ম্যাচ মেদভেদেভ উপহার দিয়েছে। তাকে অভিনন্দন জানান কিংবদন্তির রড লেভারও।
See you at #AO2023, no? ?@RafaelNadal • #AO2022 • #AusOpen pic.twitter.com/VhL9FTp6mX
— #AusOpen (@AustralianOpen) January 30, 2022
Published by Samyajit Ghosh