Nadal near Tennis History ২১ এর ইতিহাস মাত্র এক জয় দূরে, নাদাল ফাইনালে পৌঁছে চোখের জলে ভাসলেন
ইন্ডিয়া নিউজ বাংলা: পুরুষদের সিঙ্গলসে এখন একটা কথাই ঘোরাফেরা করে। কে ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে এগিয়ে যাবেন। গ্র্যান্ড স্লামের দৌড়ে রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ ২০টি করে খেতাব জিতে একই বিন্দুতে রয়েছেন। এবার ইতিহাস তৈরির সামনে রাফায়েল নাদাল। ইতিহাস তৈরি থেকে আর মাত্র একটি জয় দূরে রাফায়েল নাদাল।
অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে শুক্রবার মাতেও বারেত্তিনি’কে চার সেটের ম্যাচে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিলেন স্পেনীয় কিংবদন্তি। ৩৫ বছর বয়সী নাদালের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২, ৩-৬ এবং ৬-৩।
২০২২ অস্ট্রেলিয়ান ওপেন জিতলে পুরুষদের টেনিসে সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা হয়ে উঠবেন নাদাল। ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে তাই নিজের আবেগকে সামলাতে পারেননি ২০০৯ এর অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন।
ম্যাচ শেষ হবার পর কিটব্যাগে মুখ রেখে কেঁদে ফেলেন ভরা গ্যালারির সামনে। রড লেভার এরিনায় ইতালির বারেত্তিনির বিরুদ্ধে শুরু আগেই আক্রমণাত্মক ঠিলেন নাদাল। স্প্যানিশ তারকার বিরুদ্ধে প্রথম দুই সেটে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বারেত্তিনি। তৃতীয় সেটে ম্যাচে ফেরেন ইতালির প্রতিদ্বন্দ্বী। নাদালের দু’টি সার্ভিস ব্রেক করে ৩-৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন মাতেও। যদিও তাঁর লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি। দু ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে চতুর্থ সেট ৬-৩ ব্যবধানে জিতে বছররে প্রথম গ্র্যান্ডস্ল্যামে জায়গা করে নেন স্পেনের টেনিস তারকা।
অপর সেমিফাইনালে রড লেভার এরিনায় চতুর্থ বাছাই গ্রিসের স্টিফানস সিটসিপাসকে দ্বিতীয় বাছাই ও ইউএস ওপেন জয়ী ড্যানিল মেদভেদেভ ৪ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠলেন। ম্যাচের ফল মেদভেদেভ এর পক্ষে ৭-৬, ৪-৬, ৬-৪, ৬-১।
উল্লেখ্য, শীর্ষ বাছাই হিসেবে নোভাক জকোভিচ ড্র-এ জায়গা করে নিলেও তাঁকে শেষ পর্যন্ত সরকারের নির্দেশে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন অস্ট্রেলিয়াকে বিদায় জানাতে হয়। জকোভিচ না থাকায় ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও অন্যতম ফেভারিট হয়ে উঠেছিলেন নাদাল। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারলে কেরিয়ারে দ্বিতীয়বার এই খেতাব অর্জন করবেন তিনি। ২০০৯ সালে একমাত্র অস্ট্রেলিয়ান ওপেনটি জিতেছিলেন নাদাল। ২০০৯ সংস্করণের পর আরও চারবার ফাইনালে উঠলেও খেতাবের সঙ্গে দূরত্বটা রয়েই গিয়েছে।
Indoor, outdoors ?♂️@RafaelNadal is just happy to be playing tennis ?#AusOpen • #AO2022• #AOInterview pic.twitter.com/njfmyr6VAC
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
ফাইনালে উঠে নাদাল বলেন, “আমার কাছে সব কিছুর থেকে এগিয়ে অস্ট্রেলিয়ান ওপেন। দুর্দান্ত একটা ইভেন্ট এটা। কেরিয়ারে বেশ কিছু দুর্দান্ত ফাইনাল আমি এখানে খেলেছি। যার মধ্যে ২০১২ সালে নোভাকের বিরুদ্ধে এবং ২০১৭ সালে রজারের বিরুদ্ধে ভাল সুযোগ ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আমার কেরিয়ারে ২০০৯ সালে একবার হলেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি। আমি কখনও ভাবিনি ২০২২ সালে আমার কাছে আরও একটি সুযোগ আসবে। আজকের এই জয়কে উপভোগ করতে চাই এবং রবিবার ফাইনালে সেরাটা দিয়ে চেষ্টা করব।”
সন্দেহ নেই টেনিস ইতিহাসে নতুন করে নিজের নাম লেখাতে পারবেন নাদাল, যদি বিপক্ষ ড্যানিল মেদভেদেভকে হারাতে পারেন তিনি। তবে মেদভেদেভও বলেছেন তিনি চাপে নেই। যে কোন খেলোয়াড়কে হারাতে পারেন যদি ভালো খেলেন। এখন দেখার ইতিহাস গড়তে পারেন কিনা নাদাল।
Published by Samyajit Ghosh